Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অধরাই মূল অভিযুক্ত

হরিদেবপুরের পানশালা-কাণ্ডের মূল পাণ্ডা নান্টে এখনও অধরা বলে জানিয়েছে পুলিশ। মোবাইল বন্ধ থাকায়, তার গতিবিধিও ধরা যাচ্ছে না। পুলিশের অনুমান, সে ভিন্ রাজ্যে পালিয়েছে। কারণ ঘটনার এক দিন পর থেকে তার এক বান্ধবীরও খোঁজ মিলছে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০২:৪৪
Share: Save:

হরিদেবপুরের পানশালা-কাণ্ডের মূল পাণ্ডা নান্টে এখনও অধরা বলে জানিয়েছে পুলিশ। মোবাইল বন্ধ থাকায়, তার গতিবিধিও ধরা যাচ্ছে না। পুলিশের অনুমান, সে ভিন্ রাজ্যে পালিয়েছে। কারণ ঘটনার এক দিন পর থেকে তার এক বান্ধবীরও খোঁজ মিলছে না। বাসন্তীর বাসিন্দা ওই তরুণীর বাড়িতে প্রথম দিন নান্টে আশ্রয় নিয়েছিল বলে জেনেছে পুলিশ। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই সে পালায়। পুলিশ আরও জেনেছে, ওই তরুণীর মুম্বইয়ে একটি ফ্ল্যাট রয়েছে। তদন্তকারীদের অনুমান, সেখানেও গা ঢাকা দিয়ে থাকতে পারে নান্টে।

গুন্ডাদমন শাখার অফিসারদের তৎপরতায় মঙ্গলবারই ধরা পড়ে তিন অভিযুক্ত বাপ্পা ঘোষ, ভোদকা ওরফে সমীর বাগ ও ধনঞ্জয় মিস্ত্রি ওরফে ধনা। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তদের সিন্ডিকেটের এক শ্রমিক, ভূপতি মণ্ডল ওরফে নানুর খোঁজ মিলছিল না। নানুর খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তেরা বাংলাদেশে পালানোর উদ্দেশ্যে আশ্রয় নিয়েছে নানুর হেমনগরের বাড়িতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haridevpur firing elusive main accused nantu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE