মাঝেরহাটে ভাঙা ব্রিজের পাশ দিয়ে অস্থায়ী রাস্তায় যাতায়াত করছিলেন নিত্যযাত্রীরা। শনিবার রাতে হঠাৎ সেখানে পাঁচিল তুলে দেয় রেল। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শনিবার সকালেও বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন। কিন্তু, রাতেই ওই রাস্তার উপরে পাঁচিল তুলে দেয় রেল। যাঁরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাঁদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। ওই কাজের জায়গায় রেলের তরফে যাঁরা উপস্থিত ছিলেন, রাস্তা খুলে দেওয়ার দাবিতে রাতেই তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
রাজ্য সরকারের তরফে হাঁটা পথের জন্য ওই বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল। তারাতলার দিক থেকে মাঝেরহাটের ভাঙা ব্রিজের পাশ দিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছিলেন বহু মানুষ।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ভাবে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করা যায় না। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানুষের নিরাপত্তার কথা ভেবেই ওই রাস্তার উপরে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। ওই রাস্তায় সাধারণের যাতায়াতের জন্যে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেও রেলের দাবি। পূর্ব রেলের মুখ্য জনংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে রাস্তা পারাপারের অনুমতি দেওয়া যায় না। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”