Advertisement
১১ মে ২০২৪
Man Died

Death: বাইকে বেপরোয়া গতি, মৃত্যু যুবকের

পুলিশ আধিকারিকেরা জানান, নিউ টাউনের পাশেই পাঁচ নম্বর সেক্টর শিল্পতালুক। নিউ টাউনেও প্রচুর তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস রয়েছে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ০৪:৫৭
Share: Save:

বেপরোয়া গতিতে মোটরবাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা মারায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রাহান ধনচেলি (২৬)। শনিবার গভীর রাতে নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, রাস্তায় পড়ে যুবকের মাথায় আঘাত লেগেছিল। তার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি কেষ্টপুর এলাকায়। তবে তিনি বাঙুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। নিউ টাউনের মেজর আর্টেরিয়াল রোড ধরে তিনি সল্টলেকের দিকে যাচ্ছিলেন। সেই পথেই ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ আধিকারিকেরা জানান, নিউ টাউনের পাশেই পাঁচ নম্বর সেক্টর শিল্পতালুক। নিউ টাউনেও প্রচুর তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস রয়েছে। সেখানকার কর্মীরা অনেক সময়ে রাতে বিশ্ব বাংলা গেটের কাছে চা খেতে যান। ওই যুবকও চা খেতে গিয়ে ফেরার সময়েই দুর্ঘটনার মুখে পড়েন কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। আবার ওই রাস্তায় অতীতে রেস করতে গিয়েও মোটরবাইক দুর্ঘটনা ঘটেছে। তাই ওই রাতে রাহান মোটরবাইক নিয়ে রেস করছিলেন কি না, সে দিকটাও দেখা হচ্ছে বলে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। দুর্ঘটনার পরে রাহানকে রাস্তা থেকে উদ্ধার করার সময়ে তাঁর মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছে পুলিশ।

ওই বাইকচালক বেপরোয়া গতিতে চলতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ার পরে ফের প্রশ্ন উঠছে নিউ টাউনের ওই রাস্তায় রাতে গাড়ির গতি নিয়েও। গত মাসেই ইকো পার্কের কাছে এক সাইকেল আরোহীকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়েছিল। পুলিশ গাড়িটির নম্বর পেলেও সেটিকে ধরতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Man Died Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE