Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Well

স্নান করতে গিয়ে পাতকুয়োয় যুবক, ডুবুরি নামিয়ে চলছে উদ্ধারকাজ

শুক্রবার রাত পর্যন্ত বাপিকে উদ্ধার করা যায়নি।

বাপি সরকার। —নিজস্ব চিত্র।

বাপি সরকার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৩
Share: Save:

স্নান করতে গিয়ে আচমকাই পড়ে গিয়েছিলেন পাতকুয়োয়। কিন্তু শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত তিন বার ডুবুরি নামিয়েও সেখান থেকে উদ্ধার করা যায়নি বছর তিরিশের যুবক বাপি সরকারকে। এখনও উদ্ধারকাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা বাপি স্নান করতে গিয়ে আচমকাই পাতকুয়োয় পড়ে যান। দুপুর সাড়ে তিনটে থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। তিন বার নামানো হয়েছে ডুবুরিও। কিন্তু এ দিন রাত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে যান পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর তদারকিতেই চলছে উদ্ধারকাজ। ওই পাতকুয়োর মধ্যে বার বার জলস্তর বেড়ে যাওয়ার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে পুরসভা থেকে বড় পাম্প আনানোর ব্যবস্থা করা হচ্ছে।

চলছে কুয়ো থেকে উদ্ধারের কাজ। —নিজস্ব চিত্র

পুলিশ জানিয়েছে, বাঁশদ্রোণির সোনালি পার্কের বাসিন্দা বাপি মৃগী রোগে আক্রান্ত। এর আগেও তিনি কয়েক বার অসুস্থ হয়ে পড়েছিলেন। এ দিন স্নান করার সময় ফের অসুস্থ হয়ে আচমকা পাতকুয়োয় পড়ে যান। বাপি অবিবাহিত।

সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। খবর দেওয়া হয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পাতকুয়োর জল পাম্প ব্যবহার করে কমানোর চেষ্টা হচ্ছে। জল কিছু ক্ষণের জন্যে কমলেও, ফের বেড়ে যাচ্ছে। সে কারণে ওই যুবকে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bansdroni Well Diver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE