ম্যাটাডর উল্টে মৃত্যু হল এক যুবকের। রবিবার, মাঝেরহাট সেতুতে। মৃতের নাম জয়ন্ত সাঁতরা (২৮)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন ব্যবসায়ী।
পুলিশ জানায়, ওই গাড়িতে করে ১১ জন মাছ ব্যবসায়ী বজবজ থেকে বানতলায় আসছিলেন। দ্রুত বেগে আসা গাড়িটি মাঝেরহাট সেতুতে উঠেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের এসএসকেএমে নিয়ে গেলে চিকিৎসকেরা জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের এক জন সেখানে ভর্তি। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গাড়িচালক পলাতক। পুলিশ গাড়িটি আটক করেছে।