Advertisement
E-Paper

ঘরনির ভয়ে পুলিশ-শরণে মহানাগরিক

কলকাতার মেয়র শোভনবাবু এখন সাদার্ন অ্যাভিনিউয়ের যে-ফ্ল্যাটে আছেন, সেখানে হামলার আশঙ্কা করে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মেয়র। শনিবার রবীন্দ্র সরোবর থানায় জেনারেল ডায়েরি করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:২১

মহানগরের ভাল-মন্দ তাঁর হাতে। কিন্তু নিজের ঘরকে, নিজের ঘরনিকেই ভয় মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের। এতটাই যে, ঘর ছেড়ে উঠেছেন অন্য ফ্ল্যাটে। সেখানেও তাঁকে তাড়া করে ফিরছে ঘোরতর নিরাপত্তাহীনতা। এবং আক্রমণের আশঙ্কা করছেন স্ত্রীর কাছ থেকেই!

কলকাতার মেয়র শোভনবাবু এখন সাদার্ন অ্যাভিনিউয়ের যে-ফ্ল্যাটে আছেন, সেখানে হামলার আশঙ্কা করে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মেয়র। শনিবার রবীন্দ্র সরোবর থানায় জেনারেল ডায়েরি করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন তিনি।

এটাই প্রথম নয়, গত কয়েক মাসে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে তিন-তিনটি অভিযোগ দায়ের করেছেন মেয়র। তার মধ্যে ৫ নভেম্বর পর্ণশ্রী থানায় রত্নাদেবী এবং অন্য তিন জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য বিভিন্ন ধারায় মামলা এনেছে পুলিশ। অন্য দু’টি অভিযোগ জেনারেল ডায়েরির পর্যায়ে রয়েছে। মেয়র বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বেশ কিছু দিন আগেই। ৫ নভেম্বর মেয়রের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রত্নাদেবী এবং অন্য তিন জন আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানান। মেয়রের অভিযোগ, তাঁকে বেহালার বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং আটকে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস।

রত্নাদেবীর আইনজীবী শুভাশিস দাশগুপ্ত সোমবার আদালতে বলেন, ‘‘শোভনবাবুকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। ওই সময়ে রত্নাদেবী চিকিৎসার জন্য বিদেশে ছিলেন।’’ মুখ্য সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় বলেন, পুলিশ তদন্ত করছে। মামলাটি গুরুত্বপূর্ণ। সে-ক্ষেত্রে আগাম জামিনের আর্জি নাকচ করা হোক। আলিপুর আদালতের জেলা বিচারক রবীন্দ্রনাথ সামন্ত অবশ্য চার জনেরই আগাম জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: দ্বন্দ্ব মেটাল দল-শোভন

এর মধ্যেই শনিবার রবীন্দ্র সরোবর থানায় রত্নাদেবীর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের করেন মেয়র। তাঁর সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে হামলার আশঙ্কা প্রকাশ করে জেনারেল ডায়েরি করেছেন শোভনবাবু। নিজের বেহালার বাড়ি ছেড়ে প্রায় এক বছর ধরে ওই ফ্ল্যাটে আছেন তিনি। সেখানে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে শোভনবাবু পুলিশকে জানিয়েছেন। তাঁর আশঙ্কা, রত্নাদেবী তাঁর সুরক্ষায় ব্যাঘাত ঘটাতে পারেন। এই অবস্থায় তাঁর নিরাপত্তা জোরদার করার আর্জি জানিয়েছেন শোভনবাবু।

লালবাজার সূত্রের খবর, শনিবার রবীন্দ্র সরোবর থানায় আবেদন জানানোর পরে লালবাজারের কর্তাদের সঙ্গেও কথা বলেন মেয়র। তাঁদের কাছেও নিজের নিরাপত্তা জোরদার করার আর্জি জানান তিনি।

মেয়র বলেন, ‘‘নির্দিষ্ট সূত্রে আমি জেনেছি, আমাকে শান্তিতে থাকতে না-দেওয়ার চক্রান্ত হচ্ছে। শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকার অধিকার আমার আছে। তা কেউ কেড়ে নিতে পারে না। তাই পুলিশের সহায়তা চেয়েছি।’’

পুলিশের কাছে মেয়রের এ-হেন অভিযোগে রত্নাদেবী হতবাক। তিনি জানান, শোভনবাবু যে-ফ্ল্যাটে থাকেন, সেটা তাঁরই (রত্নাদেবীর) ছোট ভাই শুভাশিসের নামে। চার মাস আগে থেকে মেয়র সেখানে রয়েছেন। ‘‘আমার যদি মনে হত, তা হলে ভাইকে দিয়ে আইনি চিঠি পাঠিয়ে অনেক আগেই ওঁকে ওই ফ্ল্যাট থেকে তুলে দিতে পারতাম। দুষ্কৃতী দিয়ে তা করাতে যাব কেন,’’ প্রশ্ন মেয়র-ঘরনির।

স্বামী-স্ত্রীর সম্পর্ক শীতল হয়ে যাওয়ার পরে আগে একাধিক বার পর্ণশ্রী থানায় রত্নাদেবীর বিরুদ্ধে অভিযোগ করেছেন শোভনবাবু। তিনি বলেন, ‘‘বিতর্ক এড়াতে আগেই পৈতৃক বাড়ি থেকে এক জামাকাপড়ে বেরিয়ে এসেছি। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে আছি। বেঁচে থাকার অধিকার তো আছে আমার। তাই এখন পুলিশের সহায়তা চাইছি।’’

রত্নাদেবীর পাল্টা মন্তব্য, ‘‘উনি তো জেড প্লাস নিরাপত্তায় ছিলেন। এখনও নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন। তাই কীসের নিরাপত্তাহীনতা, বুঝতে পারছি না।’’

Sovan Chatterjee Mayor Southern Avenue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy