Advertisement
০২ জুন ২০২৪

থার্ড রেলে ফুলকি, থেমে গেল মেট্রো

কখনও রেকের নীচে, কখনও বা থার্ড রেলে। যেখানেই আগুনের ফুলকি চোখে পড়ুক না কেন, আশঙ্কায় থমকে যাচ্ছে মেট্রো।

মেট্রোতে আচমকা বিপত্তির জেরে ভোগান্তি পোহাতে হল যাত্রীদের। —ফাইল চিত্র।

মেট্রোতে আচমকা বিপত্তির জেরে ভোগান্তি পোহাতে হল যাত্রীদের। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪
Share: Save:

কখনও রেকের নীচে, কখনও বা থার্ড রেলে। যেখানেই আগুনের ফুলকি চোখে পড়ুক না কেন, আশঙ্কায় থমকে যাচ্ছে মেট্রো।

মঙ্গলবার টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার স্টেশনে থার্ড রেলে আগুনের ফুলকি ও ধোঁয়া চোখে পড়ায় ফের একই ভাবে থেমে গেল মেট্রো। বিপত্তির আশঙ্কায় প্রায় ৩৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। দীর্ঘ সময় ধরে মেট্রো ঠিকমতো না চলায় যাত্রীদের অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েন। পরে পরিষেবা স্বাভাবিক হলেও মেট্রো সময় মেনে চলতে পারেনি। সারা দিনই কার্যত দেরিতে চলেছে।

এ দিনের ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষ অবশ্য দায়ী করেছেন পাখিকে। মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ট্রেনে কোনও স্ফুলিঙ্গ দেখা যায়নি। কাছেই একটি গাছের উপরে থাকা পাখির বাসা থেকে ধাতব তার কোনও ভাবে নীচে পড়ে। সেই তার থার্ড রেলের সংস্পর্শে আসতেই বিপত্তি দেখা দেয়।’’

তবে পাখির বাসা থেকে ধাতব তার কী ভাবে থার্ড রেলে এসে পড়ল, তা বুঝতে পারছেন না মেট্রোর কর্মীদেরই একাংশ। লাইন রক্ষণাবেক্ষণের কাজ করার সময়ে কেউ অসতর্কতাবশত তা ফেলে গিয়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে।

মেট্রো সূত্রের খবর, এ দিন দুপুর ২টো ২০ মিনিট নাগাদ নিউ গড়িয়ামুখী একটি এসি মেট্রো মহানায়ক উত্তমকুমার স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে এসে থামে। যাত্রীদের ওঠানামা মিটে যাওয়ার পরে ট্রেন ছাড়ার মুহূর্তে কুঁদঘাটের দিকে স্টার্টার সিগন্যালের কাছে ডাউন লাইনে ধোঁয়া দেখতে পান ওই মেট্রো স্টেশনের কর্মীরা। তাঁরাই তড়িঘড়ি কন্ট্রোল রুমে বিষয়টি জানান। প্রাথমিক

ভাবে বৃষ্টির জল পড়ে ওই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেন তাঁরা। প্ল্যাটফর্ম থেকে ওই অংশের দূরত্ব প্রায় ২০০ মিটার। ঝুঁকি না নিয়ে ট্রেন থামিয়ে দেন চালক। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়,

কয়েক ইঞ্চির একটি ধাতব জিআই তার প্রায় দলা পাকানো অবস্থায় থার্ড রেলের সংস্পর্শে আসাতেই শর্ট সার্কিট হয়ে বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি উঁচু গাছের ডালও সম্প্রতি ছাঁটা হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানান। ওই গাছে থাকা পাখির বাসা থেকেই ঝড়ে তার উড়ে এসে পড়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। যদিও কর্মীদের একাংশই তা নিয়ে সন্দিহান।

এই ঘটনার জেরে টালিগঞ্জে আটকে পড়া কবি সুভাষমুখী ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। দুপুর ২টো ২০ মিনিট থেকে ২টো ৫৬ মিনিট পর্যন্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়ার মধ্যে কোনও ট্রেন চালানো যায়নি। পরে টালিগঞ্জে আটকে পড়া এসি মেট্রোর রেকটিকে ওয়াই সাইডিং দিয়ে ঘুরিয়ে দমদমের দিকে রওনা করানো হয়। মাঝের সময়ে টালিগঞ্জ থেকে দমদমের মধ্যে ট্রেনের গতি শ্লথ হয়ে পড়ে। বেশ কিছু ট্রেনকে বিভিন্ন স্টেশনে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়। বৃষ্টির মধ্যে মেট্রো ধরতে গিয়ে অনেকেই প্রবল সমস্যার মধ্যে পড়েন। গত ২৫ জানুয়ারি টালিগঞ্জেই দমদমমুখী আপ লাইনে স্ফুলিঙ্গ এবং ধোঁয়ার কারণে ট্রেন থমকে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Metro Disrupt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE