E-Paper

উড়ালপথ তৈরি শেষ করতে স্টেশন বন্ধ রাখতে চায় মেট্রো

মেট্রো সূত্রের খবর, চিংড়িঘাটায় প্রায় ৩৬৬ মিটার উড়ালপথ নির্মাণের কাজ এখনও বাকি। ই এমবাইপাসের ওই অংশ বন্ধ করা নিয়ে মেট্রো এবং রাজ্য সরকারের টানাপড়েন চলতে থাকায় এ নিয়ে সম্প্রতি উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৯:৪৯
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদনি চক স্টেশনে উপচে পড়ল ভিড়। এর জেরে উত্তর-দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনে  অতিরিক্ত সময় দাঁড়িয়ে রইল একাধিক ট্রেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদনি চক স্টেশনে উপচে পড়ল ভিড়। এর জেরে উত্তর-দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়িয়ে রইল একাধিক ট্রেন। ফলে, ভোগান্তি বাড়ল যাত্রীদের। অবস্থা এমনই যে, এসপ্লানেড স্টেশনে মেট্রোর দরজা টেনে বন্ধ করতে হয় মেট্রোকর্মীদের। ছবি: বিশ্বনাথ বণিক।

ই এম বাইপাসের চিংড়িঘাটার কাছে গত আট মাস ধরে আটকে আছে নির্মীয়মাণ নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের কাজ। অভিযোগ, বাইপাসের মতো ব্যস্তরাস্তার ওই অংশে এই কাজের জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশের কাছে রাতে এক সপ্তাহ যান চলাচল বন্ধ রাখার আর্জি জানানো হলেও উপযুক্ত সাড়া মেলেনি। বরং, প্রশাসনের তরফে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ওই এলাকারকাছাকাছি গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনটি চালু হলে চিংড়িঘাটা মোড় পারাপারে লোকজনের ভিড়ের কারণে যানজট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে। সেইপরিপ্রেক্ষিতে এ বার প্রয়োজনে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন অনির্দিষ্ট কাল বন্ধ রেখে সংশ্লিষ্ট উড়ালপথের নির্মাণ শেষ করার অনুমতি পেতে মরিয়া মেট্রোকর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর পক্ষ থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়ে সংস্থার শীর্ষ কর্তাদের চিঠি দেওয়া হয়েছে। সম্ভাব্য সমাধান হিসাবে তৈরি হয়ে যাওয়া স্টেশন বন্ধ রাখার কথা বলা হয়েছে।

মেট্রো সূত্রের খবর, চিংড়িঘাটায় প্রায় ৩৬৬ মিটার উড়ালপথ নির্মাণের কাজ এখনও বাকি। ই এমবাইপাসের ওই অংশ বন্ধ করা নিয়ে মেট্রো এবং রাজ্য সরকারের টানাপড়েন চলতে থাকায় এ নিয়ে সম্প্রতি উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় হলফনামা দিয়ে রাজ্যের পক্ষ থেকে যানজটের বিষয়টি উল্লেখ করে ওই মোড়ে একটি সাবওয়ে তৈরির দাবি জানানো হয়।

মেট্রোকর্তাদের একাংশের অভিযোগ, এর আগে ওই অংশে কাজের জন্য কলকাতা পুলিশের দাবি মেনে প্রয়োজনীয় রাস্তাতৈরি করে দেওয়া হলেও মেট্রোকে কাজ শুরু করার প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি। এ হেন পরিস্থিতিতে যত দিন না রাস্তা পারাপারের সাবওয়ে তৈরি হচ্ছে, তত দিন গৌরকিশোর ঘোষ স্টেশনটি বন্ধ রাখতে চান মেট্রো কর্তৃপক্ষ। এর জন্য সংস্থার শীর্ষ কর্তাদের বিষয়টি জানানোর পাশাপাশি মামলাকারী আইনজীবী উপমন্যু ভট্টাচার্যকেও সব জানানো হয়েছে।

কয়েক দিনের মধ্যে আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে উড়ালপথনির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করতে যে কোনও মূল্যে অনুমতি পেতে চান মেট্রো কর্তৃপক্ষ। রাজ্য প্রশাসনের তরফে অবশ্য আগে সাবওয়ে নির্মাণের কাজ সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে।

এই অবস্থায় দু’পক্ষের টানাপড়েনে মেট্রোর কাজ থমকে থাকার পাশাপাশি একটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া স্টেশনে পরিষেবা বন্ধ রাখলে যাত্রীদের প্রভূত অসুবিধা হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Metro Railways metro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy