বজবজ এলাকার চড়িয়ালের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মডেল করার কাজ শুরু করল বজবজ পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রে খবর, পাশাপাশি কয়লা সড়কের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিও সাজানোর কাজ চলছে। পুরসভা পরিচালিত মাতৃসদনটিরও শয্যা বাড়ছে।
কলকাতার হাসপাতালে বাড়তি ভিড়ের চাপ কমাতে জেলা স্তরের স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে একাধিকবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এখনও কলকাতায় আসার প্রবণতা রোধ করা যায়নি। তৃণমূল স্তরে পরিষেবার উন্নয়ন ঘটালেই সেই প্রবণতা রোখা সম্ভব বলে মত চিকিৎসকদের। সেই ভাবনা থেকেই বজবজ পুরসভা এবং স্বাস্থ্য দফতরের যৌথ এই উদ্যোগ।
পুরসভা সূত্রের খবর, প্রায় ৮০ হাজার জনসংখ্যার এই পুর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দু’টির সংস্কারে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বজবজ পুরসভা দিয়েছে আরও
দু’ লক্ষ টাকা।