একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে শহরের দু’প্রান্তে শ্লীলতাহানির ঘটনা ঘটল। প্রথমটি ঘটেছে সার্ভে পার্ক এলাকায়, দ্বিতীয়টি বালিগঞ্জ ডোভার লেনে। দু’টি ক্ষেত্রেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ বাড়ি ফিরছিলেন এক তরুণী। পূর্ব যাদবপুরের সার্ভিস রোডের কাছে তাঁর বাড়ি। সে সময় এক যুবক তাঁর পিছু নেয়। পুলিশ জানায়, সাধারণত রাস্তাটি ফাঁকাই ছিল। সেই সুযোগে ওই যুবক অভিযোগকারিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। ইতিমধ্যে ১০০ নম্বরে ডায়াল করায় পুলিশও ঘটনাস্থলে চলে আসে। ঠিক সেই সময়ই পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভরত ঝাঁ। ওই যুবকের এ রকম কোনও অতীত রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্য ঘটনাটি ঘটেছে বালি়গঞ্জ সার্কুলার রোড ও ডোভার রোডের সংযোগস্থলে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা অভিযোগ করেছেন সার্কুলার রোড দিয়ে হাঁটার সময়ে অভিযুক্ত এক যুবক তাঁর পিছু নেয়। প্রথমে তাতে তেমন কোনও আমল দেননি তাঁরা। কিন্তু ক্রমশই মহিলাকে উদ্দেশ্য করে কটুক্তি করছিল সে। এর পরে হঠাৎই ওই যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ মহিলার। সে সময় পাশে থাকা তাঁর বন্ধু প্রতিবাদ করায় হাতাহাতি শুরু হয়ে যায়। ওই সুযোগেই ১০০ নম্বরে ডায়াল করে পুরো বিষয়টি জানান ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, সে সময় কাছেই টহল দিচ্ছিল বালিগঞ্জ থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃতের নাম সীমন জন।
কিন্তু এমন ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়েই। কারণ কলকাতার মতো শহরে রাত ন’টার সময় যথেষ্ট লোকজনের চলা-ফেরা চোখে পড়ে। সেখানে কী ভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ক্ষেত্রে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসায় গ্রেফতার করা গিয়েছে অভিযুক্তকে।