Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শহরতলিতে মশা মারতে সচেষ্ট কলকাতা

মশা নিয়ন্ত্রণে কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামোর জন্য এ শহরে মশা বাহিত রোগে আতঙ্ক থেকেই যাচ্ছে। এমনই মনে করছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের একাধিক অফিসার। তাঁদের কথায়, দমদম, বিধাননগর-সহ কলকাতা ঘিরে থাকা কয়েকটি পুরসভা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে। আর তাই কলকাতা শহরে কোথাও কোথাও ওই সব এলাকার মশা রোগ ছড়াচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০০:৪৯
Share: Save:

মশা নিয়ন্ত্রণে কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামোর জন্য এ শহরে মশা বাহিত রোগে আতঙ্ক থেকেই যাচ্ছে। এমনই মনে করছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের একাধিক অফিসার। তাঁদের কথায়, দমদম, বিধাননগর-সহ কলকাতা ঘিরে থাকা কয়েকটি পুরসভা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে। আর তাই কলকাতা শহরে কোথাও কোথাও ওই সব এলাকার মশা রোগ ছড়াচ্ছে।

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে জাতীয় পতঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিষয়টি নিয়ে জাতীয় শহর স্বাস্থ্য মিশনের (ন্যাশানাল আরবান হেল্থ মিশন) কর্তাদের সঙ্গে আলোচনা হয়। যাতে এনইউএইচএমের জয়েন্ট সেক্রেটারি কলকাতা লাগোয়া পুরসভাগুলিতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিকাঠামো গড়ে তোলায় সহায়তা করবেন বলে জানিয়ে দেন। দিল্লিতে পুরসভার ওই দলে ছিলেন স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষও। শনিবার এই খবর দিয়ে তিনি জানান, খুব শীঘ্রই এ নিয়ে শহর লাগোয়া পুরসভার কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় শহর
স্বাস্থ্য মিশন। তার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতা শহরে ৫টি ডেঙ্গু শনাক্তকরণ কেন্দ্র রয়েছে। শহর স্বাস্থ্য মিশন এ রকম আরও ১০টি কেন্দ্র গড়ে তুলতে আর্থিক সহায়তা দেবে পুরসভাকে। একই সঙ্গে শহরের ১৪৪টি ওয়ার্ডেই হেল্থ ইউনিটগুলিকে আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হবে
বলে জাতীয় শহর স্বাস্থ্য মিশন পুরসভাকে জানিয়েছে বলে এ দিন জানান অতীনবাবু।

পাশাপাশি, খাদ্যে ভেজাল রুখতে একটি আধুনিক পরীক্ষাগার গড়ে তুলতেও পুরসভা আর্থিক সহায়তার আবেদন জানায় কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্টান্ডার্ড অথরিটিকে। পুরসভা সূত্রে খবর, পরীক্ষারগার গড়ে তোলার বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বিবেচনাধীন। তবে ভেজাল ধরতে অফিসারদের কারিগরি প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার বিশেষজ্ঞেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mosquito Municipality Dum Dum Bidhannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE