Advertisement
E-Paper

বিশ্বভারতী গ্রন্থনবিভাগে ‘নাগচম্পাতলা’

খানিকটা লন আর তার শেষে ছোট্ট একটা মঞ্চ৷ লনের ধারে একটি নাগচম্পা গাছ৷ এই নিয়েই ঘরোয়া একটি মঞ্চ তৈরি হয়েছে বিশ্বভারতী গ্রন্থনবিভাগে৷ নাম মুক্তমঞ্চ, নাগচম্পাতলা৷ বিশ্বভারতী-র নানা ধরনের অনুষ্ঠান হবে সেখানে৷ সোমবার বৈদিক মতে নাগচম্পা গাছটির পুজো করে ও প্রদীপ জ্বালিয়ে সেই মঞ্চের উদ্বোধন করলেন বিশ্বভারতী-র উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত৷ বললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায় এবং গ্রন্থনবিভাগের পরিচালক রামকুমার মুখোপাধ্যায়৷ ছিল সঙ্গীতভবনের শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও৷ সে দিনই শুরু হল গ্রন্থনবিভাগের বিশেষ গ্রন্থমেলা৷ মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত, ২-৮টা৷ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে সেখানে বিক্রি হচ্ছে গ্রন্থনবিভাগের বই৷

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ১৮:০৭
গ্রন্থনবিভাগের বিশেষ গ্রন্থমেলা৷

গ্রন্থনবিভাগের বিশেষ গ্রন্থমেলা৷

খানিকটা লন আর তার শেষে ছোট্ট একটা মঞ্চ। লনের ধারে একটি নাগচম্পা গাছ। এই নিয়েই ঘরোয়া একটি মঞ্চ তৈরি হয়েছে বিশ্বভারতী গ্রন্থনবিভাগে৷ নাম মুক্তমঞ্চ, নাগচম্পাতলা৷ বিশ্বভারতী-র নানা ধরনের অনুষ্ঠান হবে সেখানে৷ সোমবার বৈদিক মতে নাগচম্পা গাছটির পুজো করে ও প্রদীপ জ্বালিয়ে সেই মঞ্চের উদ্বোধন করলেন বিশ্বভারতী-র উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত৷ বললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায় এবং গ্রন্থনবিভাগের পরিচালক রামকুমার মুখোপাধ্যায়৷ ছিল সঙ্গীতভবনের শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও৷ সে দিনই শুরু হল গ্রন্থনবিভাগের বিশেষ গ্রন্থমেলা৷ মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত, ২-৮টা৷ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে সেখানে বিক্রি হচ্ছে গ্রন্থনবিভাগের বই৷

নীচের ছবিগুলি তুলেছেন কৌশিক মণ্ডল।

library department kolkata news online kolkata news Visva-Bharati shantiniketan Visva-Bharati University book fair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy