ব্যাগ ভর্তি করে বাজি কিনছেন? সারারাত ধরে সবাই মিলে হইহুল্লোড় করে বাজি পোড়াবেন বলে ঠিক করে ফেলেছেন। না, এ বছর অত সময় পাওয়া যাবে না। আপনি পাবেন মাত্র দু’ঘণ্টা। এর মধ্যেই সব বাজি শেষ করে ফেলতে হবে।
কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে পড়ছে কালীপুজোর আগে থেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে, আপনাকে গ্রেফতারও করা হতে পারে। লালবাজার সূত্রে খবর, খোদ পুলিশ কমিশনার রাজীব কুমার সব থানার ওসি থেকে শুরু করে পদস্থকর্তাদের এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে, গ্রেফতার করতেও তিনি নির্দেশ দিয়েছেন।শুক্রবার যুগ্ম নগরপাল (সদর) সুপ্রতীম সরকার বলেন, “রাত ৮টা থেকে ১০ টার মধ্যে বাইরে কেউ আসতবাজি পোড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করা হবে গ্রেফতার।”
শহর জুড়েই কড়া নিরাপত্তা থাকবে কালীপুজো এবং দিওয়ালির সময়। অলিগলিতে নজরদারি চালানোর জন্যে প্রতিটি ডিভিশনে ১১৪টি অটো নামানো হচ্ছে। পুলিশকর্মীরা ওই অটোতে করে নজরদারি চালাবেন। শহরের ২৬ মণ্ডপে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কালীঘাট, লেক কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি এবং করুণাময়ী কালীবাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।