বজবজ পুর-এলাকায় মহাত্মা গাঁধী রোডের পাশে ত্রিফলাগুলির বেহাল দশা। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এই অবস্থা। যদিও পুরসভার আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বজবজে পুর এলাকায় সুভাষ উদ্যান ও মহাত্মা গাঁধী রোডের মোড় থেকে সার দিয়ে ত্রিফলা বাতিস্তম্ভ রয়েছে। কিন্তু অধিকাংশ ত্রিফলায় আলো জ্বলে না। কয়েকটির আবার আলো ভাঙা। অভিযোগ, স্তম্ভগুলি কার্যত বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই বিজ্ঞাপনের চাপেই ত্রিফলা বিপজ্জনক ভাবে হেলে গিয়েছে। তা ছাড়া ব্যাপারটিতে সৌন্দর্যহানি ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এই রাস্তাটি বজবজ পুর-এলাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এই রাস্তার সৌন্দর্যায়নের জন্য ত্রিফলা আলো বসানোর কাজ শুরু করে পুরসভা। কিন্তু গভর্নমেন্ট কোয়ার্টার্স মোড়ের পর থেকে কয়েকটি ত্রিফলা টিমটিম করে জ্বললেও অধিকাংশ ত্রিফলার বেহাল দশা। কারণ, সেগুলিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এতে পুরসভার অর্থ জলে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
ত্রিফলার এই অবস্থা নিয়ে পুরসভায় ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন সিপিএমের নেতা প্রদ্যুৎ মজুমদার। তবে পুরসভার উপপ্রধান তৃণমূলের গৌতম দাশগুপ্ত বলেন, ‘‘নির্বাচনের জন্য ত্রিফলাগুলি সারাতে পারিনি। এ বার সেগুলি সারানো হবে। ত্রিফলায় যে সব বেসরকারি বিজ্ঞাপন রয়েছে তা খুলে ফেলা হবে।’’