Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোবাইল নয় পুলিশের ভরসা অয়্যারলেস সেট

গত বারের চেয়ে এ বার ভোটে বুথ বেড়েছে প্রায় ১৯ হাজার। এর মধ্যে রাজ্যে নতুন জেলা হয়েছে আলিপুরদুয়ার। তৈরি হয়েছে নতুন নতুন কমিশনারেট, নতুন নতুন থানা।

সোমনাথ চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ২১:৪২
Share: Save:

গত বারের চেয়ে এ বার ভোটে বুথ বেড়েছে প্রায় ১৯ হাজার। এর মধ্যে রাজ্যে নতুন জেলা হয়েছে আলিপুরদুয়ার। তৈরি হয়েছে নতুন নতুন কমিশনারেট, নতুন নতুন থানা। এই সব কারণে ভোটের মুখে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নিবিড় করতে প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ৭০০টি অয়্যারলেস সেট। ইতিমধ্যেই সেগুলোর বেশির ভাগ জঙ্গলমহলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ, প্রথম দফায়, ৪ ও ১১ এপ্রিল সেখানে ভোট। জঙ্গলমহলে ভোট শেষ হলে বেতার যন্ত্রগুলো অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে ভোটের সূচি মেনে।

পুলিশকর্তাদের অনেকেরই বক্তব্য, মোবাইল ফোন যতই যোগাযোগ ব্যবস্থা উন্নত করুক, অয়্যারলেস সেটের কোনও বিকল্প নেই। বেতার যন্ত্রের মাধ্যমে এক সঙ্গে বাহিনীর বহু জনকে বার্তা পাঠানো সম্ভব। এই যোগাযোগ কোনও বেসরকারি সার্ভিস প্রোভাইডারের উপর নির্ভরশীল নয়। কোনও কারণে মোবাইল নেটওয়ার্ক কাজ না করলে অয়্যারলেস-ই ভরসা। তা ছাড়া, ভোটের সময়ে পুলিশকে এমন অনেক তল্লাটে যেতে হয়, সেখানে মোবাইল ফোনের টাওয়ারই নেই। অথচ নিজেদের মধ্যে সব সময়ে যোগাযোগ রাখা জরুরি। তাই, সেখানে অয়্যারলেস সেট ছাড়া পুলিশ এক রকম অসহায়।

পুলিশ সূত্রের খবর, যে ৭০০ অয়্যারলেস সেট কেনা হচ্ছে, তার মধ্যে ৪০০টি ওয়াকিটকি ও ৩০০টি স্ট্যাটিক বা এক জায়গায় বসানো থাকবে। স্ট্যাটিক সেটগুলো থানা, ফাঁড়ি ও পুলিশের গাড়িতে বসানো হবে। আর ওয়াকিটকিগুলো পুলিশ অফিসার বা কর্মীদের হাতে থাকবে।

নবান্নের এক পুলিশকর্তা জানান, রাজ্য পুলিশে এখন থানার সংখ্যা ৪৮৫। টহলদারি ভ্যানের সংখ্যা প্রায় এক হাজারের কিছু বেশি। আগেকার বহু অয়্যারলেস সেট বেশ পুরনো হয়ে গিয়েছে, কিছু প্রায় অকেজো।

রাজ্য পুলিশের এডিজি (টেলিকম) অধীর শর্মা বলেন, ‘‘পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই নতুন অয়্যারলেস সেট কেনা দেওয়া হয়েছে।’’ তিনি জানান, জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার জন্য নতুন সাড়ে তিনশো অয়্যারলেস সেট দেওয়ায় পুলিশের কাজের সুবিধে হয়েছে। ওই সেটগুলোও এ বার ভোটে পুলিশ ব্যবহার করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police communication wairless set election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE