Advertisement
২৬ এপ্রিল ২০২৪
বাগুইআটি

বৃদ্ধাকে ‘নির্যাতন’, ধৃত ছেলে ও বেয়াই

মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে ও তার শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে, বাগুইআটির দশদ্রোণ এলাকার ঘটনা। ধৃতেরা হল অভিজিৎ সামন্ত ও তাঁর শ্বশুর কাশীনাথ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০০:২৪
Share: Save:

মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে ও তার শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে, বাগুইআটির দশদ্রোণ এলাকার ঘটনা। ধৃতেরা হল অভিজিৎ সামন্ত ও তাঁর শ্বশুর কাশীনাথ ঘোষ।

তদন্তকারীরা জানান, ১৫১ ধারায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যার অর্থ অভিযুক্তদের আদালতে মুচলেকা দিতে হবে যে তাঁরা অভিযোগকারিণী মহিলাকে কোনও ভাবে হেনস্থা করবেন না।

পুলিশ জানায়, দশদ্রোণ এলাকার বাসিন্দা চন্দনা সামন্ত শুক্রবার রাতে তাঁর ছোট ছেলে অভিজিৎ ও তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরেই ওই দু’জনকে ধরে বাগুইআটি থানার পুলিশ। জামিনযোগ্য ধারাতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

৬৭ বছরের চন্দনাদেবীর অভিযোগ, দিনের পর দিন তাঁর ছেলে ও পুত্রবধূ তাঁর উপর মানসিক নির্যাতন করতেন। শুক্রবার তা চরমে উঠলে বিষয়টি থানা পর্যন্ত পৌঁছয়। চন্দনাদেবী জানান, তাঁর প্রয়াত স্বামী রেলে চাকরি করতেন। তিনি অসুস্থ হয়ে পড়ার পরে ছোট ছেলে সেই চাকরি পান। কিন্তু ছেলের বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয়। চন্দনাদেবীর অভিযোগ, ‘‘শুক্রবার পুত্রবধূ আমায় চড় মারে। ছেলের শ্বশুরবাড়ির এক আত্মীয় আমার মুখ চেপে ধরে হুমকি দেন মেরে ফেলার। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে যাই। তাঁদের পরামর্শেই শেষ পর্যন্ত থানায় যাই।’’

বিধাননগর পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্তার কথায়, ‘‘তদন্তে দেখা গিয়েছে, সমস্যা দু’তরফেই রয়েছে। তবে ওই বৃদ্ধার উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। অভিযুক্তেরা মুচলেকা অনুযায়ী না চললে পরে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old man Torture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE