এক অন্য স্বাধীনতা দিবসের সাক্ষী হয়ে থাকল বাইপাস আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল। এ বছর জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন ৯৪ বছরের এক কোভিড জয়ী। যাঁকে সুস্থ করে ঘরে ফেরাতে পেরে উজ্জীবিত চিকিৎসক এবং কর্তৃপক্ষ।
সম্প্রতি কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ায় স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি হন ডন বস্কোর ৯৪ বছর বয়সি ফাদার পিটার ভিনসেন্ট লর্ডিস। পরে তাঁকে আনন্দপুরের ফর্টিস হাসপাতালে স্থানান্তর করা হলে ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক বাসববিজয় সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। সেখান থেকেই সুস্থ হয়ে শনিবার ঘরে ফিরলেন রোগী।
চিকিৎসক বাসববিজয়বাবু বলেন, “আমার সব থেকে প্রবীণ কোভিড জয়ী এই রোগী। তাঁকে সুস্থ করে ফেরাতে পেরে সবাই এই লড়াইয়ে জোর পাচ্ছি।” আর ফাদারের সঙ্গীরা বলছেন, “যখন উনি হাসপাতালে এসেছিলেন, আমাদের চিনতে পারছিলেন না। সেই জায়গা থেকে সুস্থ করিয়ে ফেরানোর জন্য আমরা ডাক্তার-সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে কৃতজ্ঞ।”
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)