পুরনো বিবাদের জেরে এক মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে খুনের চেষ্টা এবং তাঁর আত্মীয়াকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে বড়তলা থানা এলাকার এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজীব দাস। রাজীব ব্যবসায়ীর বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ তুলেছে।
অভিযোগ, পুরনো বিবাদের জেরে শনিবার রাতে রাজীব-সহ প্রায় ২০ জন দুষ্কৃতী রড, বাঁশের লাঠি, বোতল নিয়ে বড়তলা থানা এলাকার ওই মুরগির দোকানে হামলা চালায়। রড, লাঠি, বোতল দিয়ে দোকানের মালিককে মেরে মাথা-নাক ফাটিয়ে দেয় তারা। অভিযোগ, মালিকের এক আত্মীয়াকে যৌন হেনস্থা এবং গালিগালাজও করা হয়। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের তাড়া করলে বাকিরা পালায়। হোঁচট খেয়ে পড়ে যায় রাজীব। তার মাথা ফাটে। পুলিশ রাজীবকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে রড, লাঠি বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার রাজীবকে কলকাতার সিজেএম আদালতে তোলা হলে ২৫ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক সূর্যতপা মিত্র। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আদালত সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, যৌন হেনস্থা, অস্ত্র নিয়ে হামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এ দিন মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, রাজীবের চিকিৎসার প্রয়োজন। তাই চিকিৎসার জন্য রাজীবকে তিনি ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান। অরূপ আরও বলেন, ‘‘রাজীব সুস্থ হওয়ার পরে তাকে পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানানো হবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)