নেশামুক্তি কেন্দ্রে (হোম) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ওই যুবকের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুরের পঞ্চবটী মালঞ্চ এলাকার একটি হোমে। মৃতের নাম চিন্টু রায় (২৯)। তাঁর ভাই প্রসেনজিৎ রায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তালতলার বাসিন্দা চিন্টু মাদকাসক্ত ছিলেন। নেশা ছাড়ানোর জন্য বাড়ির লোকজন তাঁকে গত ২৯ নভেম্বর মালঞ্চের ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন। রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিন্টু। সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও ওই যুবকের পরিবারের অভিযোগ, হোমে মারধর করার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে মৃতদেহের ম্যাজিস্ট্রেট পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানিয়েছেন, চিন্টুর শরীরে মারধরের চিহ্ন মিলেছে।
এ প্রসঙ্গে হোমের এক আধিকারিক জানান, মারধরের কোনও ঘটনা ঘটেনি। ওই যুবকের শরীরে থাকা দাগগুলি পুরনো। তিনি কাশির ওষুধ ও গাঁজায় আসক্ত ছিলেন। হেপাটাইটিস-সি ছিল তাঁর। সব রকমের চিকিৎসা করানো হয়েছিল। সে সংক্রান্ত নথি পুলিশকে জমা দেওয়া হয়েছে।