পুজোর মরসুমে ফের গুলি চলল কলকাতায়। যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল গার্ডেনরিচে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাটি খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম শ্রেষ্ঠ ধুরকা (২৯)। পশ্চিম বন্দর থানা এলাকায় ডিসি পোর্টের দফতরের অদূরেই দেহটি মেলে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ স্থানীয়েরা এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। যুবকের দু’পায়ের ফাঁকে একটি আগ্নেয়াস্ত্র পড়েছিল। পাশেই পড়েছিল কালো রঙের একটি ব্যাগ। তাতে কিছু কাগজপত্র মিলেছে বলে খবর। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধন্দ এখনও কাটেনি। অন্য কোথাও খুন করে দেহটি ফেলে রেখে যাওয়া হয়েছে কি না, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।