কলকাতার অ্যাপোলো হাসপাতালে শিশুদের জন্য রোবটিক অস্ত্রোপচার শুরু হয়েছে। এই পদ্ধতিতে শিশুদের জটিল অস্ত্রোপচার করা যাচ্ছে সহজেই। তাদের যন্ত্রণাও হচ্ছে অনেক কম। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই প্রযুক্তিতে মানুষের হাতের নড়াচড়া অনুসরণ করে অস্ত্রোপচার করে ‘রোবটিক বাহু’। অস্ত্রোপচারের সময় সঠিক স্থান নির্ধারণেও সাহায্য করে।
অ্যাপলো হাসপাতালের চিকিৎসক দেবাশিস মিত্র বলেন, “শিশুদের ক্ষেত্রে রোবটিক অস্ত্রোপচার এক কথায় গেম-চেঞ্জার। এই পদ্ধতিতে অস্ত্রোপচার হলে শিশুদের কষ্ট কমে। দ্রুত সেরে ওঠে তারা। ফলও ভাল হয়। অনেক জটিল রোগে আক্রান্ত শিশুরা অ্যাপোলো হাসপাতালে এসে ইতিমধ্যেই উপকৃত হয়েছে।” তিনি এ-ও জানিয়েছেন, এই সাফল্যের নেপথ্যে রয়েছেন হাসপাতালের চিকিৎসক এবং অন্য কর্মীরা।
আরও পড়ুন:
সম্প্রতি দু’বছরের এক শিশুর পিত্তনালীর বিরল রোগ সেরেছে এই রোবটিক অস্ত্রোপচারের মাধ্যমে। তার কোলেডোকাল সিস্টের অস্ত্রোপচার হয়েছে আধুনিক এই পদ্ধতিতে। অস্ত্রোপচারের পর শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং মাত্র সাত দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পায়। এটি এই অঞ্চলের শিশুদের রোবটিক অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চিকিৎসক সুরিন্দর সিংহ ভাটিয়া বলেন, “রোবটিক অস্ত্রোপচার হল মিনিমালি ইনভেসিভ অস্ত্রোপচারের উন্নততর সংস্করণ। সার্জিকাল রোবটগুলি সূক্ষ্ম অস্ত্রোপচারের ক্ষেত্রে যন্ত্রপাতি নির্ভুল ভাবে নাড়াচাড়া করতে সাহায্য করে, যা মানুষের দক্ষতার ঊর্ধ্বে। দ্য ভিঞ্চি ইলেভেন হল সবচেয়ে আধুনিক রোবট, যা চিকিৎসকদের আরও সহজে অস্ত্রোপচারে সাহায্য করে এবং রোগীদের দ্রুত সুস্থ করে তোলে।”
বিশ্বে অ্যাপোলো হাসপাতালের সংখ্যা ৭৩টি। ১০,০০০-এর বেশি শয্যা, ৫,৫০০ ফার্মেসি, ২০০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ৭০০-এর বেশি টেলিমেডিসিন সেন্টার রয়েছে।