বেলুড়ের একটি শপিং মলে আগুন লেগে আতঙ্ক ছড়াল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। মল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ওই শপিং মলে একটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন ছিল। সেখানেই সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
মল সূত্রের খবর, সেখানে আরও কয়েকটি বড় বিপণি রয়েছে। দুর্গাপুজো ও ঈদ উপলক্ষে কেনাকাটায় নানা অফার থাকায় রবিবার বিকেল থেকে প্রচুর মানুষ ভিড় করেছিলেন ওই সব বাণিজ্যিক বিপণিতে। আগুনের আতঙ্কে ক্রেতারা হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে শুরু করেন মল থেকে। কর্তৃপক্ষও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি না দেখে দ্রুত মল খালি করার নির্দেশ দেন। সমস্ত বিপণি খালি করে মলে ঢোকার সব গেট দ্রুত বন্ধ করে দিতে নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, এই তাড়াহুড়োয় অনেকেই মল থেকে বেরোনোর সুযোগ পাননি। তার আগেই মলের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
দমকল সূত্রের খবর, দমকল কর্মীরা ভিতরে গিয়ে আগুনের উৎস খোঁজ করেন। প্রাথমিক তদন্তে তাঁরা জানিয়েছেন, মলের তিনতলায় ওই সদ্য তৈরি মাল্টিপ্লেক্সের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই শপিং মলে যথাযথ অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। আগুনের কারণে মলের ভিতরে কেউ আটকে পড়েছিলেন কি না, তা অবশ্য মল কর্তৃপক্ষ জানাতে চাননি।