অভিভাবকদের বিক্ষোভের জেরে মঙ্গলবারও পঠনপাঠন ব্যাহত হল রানিকুঠিতে আইসিএসই বোর্ডের অনুমোদনপ্রাপ্ত স্কুলে। আজ, বুধবারও স্কুল থেকে বাস বেরোতে দেওয়া হবে না এবং কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলবে বলে জানান ক্ষুব্ধ অভিভাবকেরা। স্কুল সূত্রে খবর, মঙ্গলবার মাত্র ৪০ শতাংশ পড়ুয়া হাজির ছিল।
একটি অনুষ্ঠানের মহড়ায় গিয়ে চার বছরের এক পড়ুয়াকে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওঠে এই স্কুলে। সোম ও মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলেন।
মঙ্গলবার সন্ধ্যায় অভিভাবকদের একটি বৈঠক হয়। এর পরে ক্ষুব্ধ অভিভাবকদের তরফে জানানো হয়, পরবর্তী পদক্ষেপের জন্য একটি কমিটি গড়া হচ্ছে। দুপুরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দশ মিনিট পথ অবরোধও করেন অভিভাবকেরা।