Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুজোর আগেই পার্কসার্কাস উড়ালপুলের উদ্বোধন

অবশেষে যান-যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে পার্কসার্কাস অঞ্চল। সবকিছু ঠিকঠাক চললে পুজোর ঠিক আগেই পার্কসার্কাস উড়ালপুলের উদ্বোধন হবে। সোমবার এ কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। তিনি বলেন, “পুজোর মুখেই খুলে যাবে পার্কসার্কাস উড়ালপুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলে মহালয়ার দিনেও ওই উড়ালপুলের উদ্বোধন হতে পারে।”

প্রায় তৈরি পার্কসার্কাস উড়ালপুল। ছবি: শৌভিক দে।

প্রায় তৈরি পার্কসার্কাস উড়ালপুল। ছবি: শৌভিক দে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ১৮:১৪
Share: Save:

অবশেষে যান-যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে পার্কসার্কাস অঞ্চল। সবকিছু ঠিকঠাক চললে পুজোর ঠিক আগেই পার্কসার্কাস উড়ালপুলের উদ্বোধন হবে। সোমবার এ কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। তিনি বলেন, “পুজোর মুখেই খুলে যাবে পার্কসার্কাস উড়ালপুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দিলে মহালয়ার দিনেও ওই উড়ালপুলের উদ্বোধন হতে পারে।”

এ দিন তিনি জানিয়েছেন, এই ফ্লাইওভার চালু হলে পার্কসার্কাস ময়দান থেকে ই এম বাইপাস যাওয়া আরও সহজ হবে। আগামী ১৫ জুলাই থেকে পার্কসার্কাস স্টেশনের রেললাইনের অসম্পূর্ণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। অক্টোবরের আগেই ওই কাজ শেষ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

উড়ালপুলটি পার্কসার্কাস ময়দান থেকে সায়েন্স সিটি হয়ে এক দিকে নেমেছে। অপর দিকটি নেমেছে সায়েন্স সিটি থেকে রুবি মোড়ের অদূরে পরমা থানার কাছে।

এই উড়ালপুলটি খুলে গেলে উপকৃত হবেন বহু মানুষজন। সহজ হবে দক্ষিণ কলকাতায় যাতায়াত। যে সমস্ত যাত্রীরা গড়িয়ার দিক থেকে আসবেন তাঁরা এই উড়ালপুল দিয়ে পার্কসার্কাস হয়ে দক্ষিণ কলকাতায় যেতে পারবেন। অন্য দিকে, উল্টোডাঙা বা সল্টলেক হয়ে আসা মানুষজনও বাইপাস হয়ে পার্কসার্কাস উড়ালপুল দিয়ে দক্ষিণে যেতে পারবেন।

এ দিন ববি হাকিম আরও জানিয়েছেন, এজেসি বোস রোড উড়ালপুল থেকে পার্কসার্কাসে সংযোগের কাজ শুরু হবে। পুজোর পরেই সে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ওই কাজ শেষ হলে এক বছরের মধ্যেই এজেসি বোস ফ্লাইওভার দিয়ে পার্কসার্কাস উড়ালপুল ধরে সরাসরি যাতায়াত সম্ভব হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE