Advertisement
০৭ মে ২০২৪

বিমান বাতিলে বাড়ছে যাত্রী ভোগান্তি

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ১৬৮ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে গিয়েও সেখানে নামতে না পেরে রাত সাড়ে ন’টায় ফিরে আসে একটি সংস্থার বিমান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:১৭
Share: Save:

উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি শহরের খামখেয়ালি আবহাওয়ার জন্য ভুগতে হচ্ছে বিমান যাত্রীদের। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলের পর থেকে গুয়াহাটি, আগরতলা, ইম্ফলের উড়ান অনিয়মিত হয়ে পড়েছে। কখনও কলকাতা থেকে উড়ে গিয়েও ফিরে আসতে হচ্ছে বিমানগুলিকে। কখনও আবহাওয়া খারাপ থাকায় কলকাতা থেকে উড়ান ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। ফলে, কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের ওই তিন শহরে আটকে পড়ছেন যাত্রীরা। এ কারণে আগামী কয়েক দিনের জন্য গুয়াহাটি-সহ অন্য শহরের উড়ানের ভাড়াও আকাশ ছুঁয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ১৬৮ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গুয়াহাটি উড়ে গিয়েও সেখানে নামতে না পেরে রাত সাড়ে ন’টায় ফিরে আসে একটি সংস্থার বিমান। ওই বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই ঠিক হয়েছিল, রবিবার সকালের নির্ধারিত গুয়াহাটি উড়ান বাতিল করে তার জায়গায় আটকে পড়া যাত্রীদের গুয়াহাটি পাঠানো হবে। সে কারণে আটকে পড়া যাত্রীদের রাতের খাবার দেওয়া হয় এবং যাত্রীরা সারা রাত অপেক্ষা করেন বিমানবন্দরে।

এ দিকে রবিবার সকালে যাঁদের গুয়াহাটি যাওয়ার কথা ছিল, তাঁদের বলা হয় সন্ধ্যার উড়ানে পাঠানো হবে। বিমানবন্দর সূত্রের খবর, ওই উড়ানেও ১৬৮ জন যাত্রী ছিলেন। বিমান সংস্থার কাছ থেকে ওই বার্তা পেয়ে তাঁদের মধ্যে ৪০ জন রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছন। কিন্তু, রবিবার সন্ধ্যায় যে উড়ানে ওই যাত্রীদের গুয়াহাটি পাঠানোর কথা ছিল, সেই উড়ানটিও আবহাওয়ার কারণে বাতিল করতে হয় বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। ফলে, বিকেলে যে ৪০ জন বিমানবন্দরে গিয়েছিলেন, তাঁরা খেপে যান। বিমান সংস্থার এক অফিসার জানিয়েছেন, আবহাওয়া খারাপ হলে কারও কিছু করার থাকে না।

বিমানবন্দর সূত্রের খবর, রবিবার অন্য একটি বিমান সংস্থাও গুয়াহাটি যাওয়ার উড়ান বাতিল করেছে। জানা গিয়েছে, আর একটি সংস্থার উড়ানও খারাপ আবহাওয়ার জন্য গুয়াহাটি নামতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE