Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বৃষ্টি-জল-সভা-জ্যাম কপালে দুর্ভোগ কলকাতার

প্রথম দিনটাই বোধহয় বলে দিচ্ছে, গোটা সপ্তাহ কেমন যাবে! একে প্রায় বিরামহীন বৃষ্টির ফলে জল জমে সড়ক ও ট্রেন চলাচলে কিছু সমস্যা, তার উপরে মিছিল, মিটিঙের মতো রাজনৈতিক কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ১৩:৩৯
Share: Save:

প্রথম দিনটাই বোধহয় বলে দিচ্ছে, গোটা সপ্তাহ কেমন যাবে!

একে প্রায় বিরামহীন বৃষ্টির ফলে জল জমে সড়ক ও ট্রেন চলাচলে কিছু সমস্যা, তার উপরে মিছিল, মিটিঙের মতো রাজনৈতিক কর্মসূচি। সোমবার, কলকাতায় সপ্তাহের প্রথম দিনটাই এক রকম শুরু হল সাধারণ মানুষের ভোগান্তি দিয়ে।

এ দিন বেলা ২টোয় দুর্নীতির বিরুদ্ধে বামফ্রন্টের একটি মিছিল। যা শুরু হয় কলেজ স্কোয়্যার থেকে আর এস এন ব্যানার্জি ধরে গিয়ে শেষ হয় ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। সপ্তাহের প্রথম দিন এমনিতেই রাজপথে যানবাহনের চাপ তুলনায় বেশি থাকে। কিন্তু মিছিলের ফলে মধ্য কলকাতায় চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ক্রিক রো, লেনিন সরণিতে অত্যধিক গাড়ির চাপ এবং তার ফলে যানজটের আশঙ্কা।

তার উপরে কাল, ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের সভার মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের পথে। ওই জায়গায় মঞ্চের জন্য এ দিন দুপুর থেকেই ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিটে উত্তরমুখী যানবাহনের গতি কিছুটা শ্লথ হয়েছে। তা ছাড়া, দূরবর্তী জেলাগুলি থেকে শাসক দলের সমাবেশে যোগ দিতে শহরে লোক আসাও শুরু হয়েছে। সব মিলিয়ে ভিড় বেড়েছে রাজপথে।

মানুষের ভোগান্তিতে সঙ্গত দিচ্ছে আবহাওয়াও। রবিবার রাতে টানা বৃষ্টিতে কলকাতার কিছু তল্লাটে, বিশেষত নিচু এলাকায় জল জমে গিয়েছে। সোমবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। অনেক জায়গাতেই রাস্তায় প্যাচপেচে কাদা।

আরও একটা দুর্ভোগের দিন শহরে, খলনায়ক সেই বৃষ্টি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

traffic jam Rally water road trinamool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE