অফিস শেষে বাড়ি ফেরার বাস ধরেছিলেন এক মহিলা। কিছু পরেই দল বেঁধে বাসে ওঠেন কয়েক জন যুবক। অভিযোগ, তাঁদেরই এক জন ওই মহিলার দিকে এগিয়ে গিয়ে অশালীন ব্যবহার শুরু করেন এবং নিগ্রহও করেন। আরও অভিযোগ, ঘটনার সময়ে বাসভর্তি যাত্রীরা কেউই প্রতিবাদ করেননি। শেষে ১০০ ডায়ালে ফোন করেন ওই মহিলা। পুলিশ রাস্তায় বাস থামিয়ে গ্রেফতার করে বিমানবাহিনীর কর্মী ভলিবল খেলোয়াড় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
বিধাননগরের গোয়েন্দাপ্রধান কঙ্করপ্রসাদ বারুই জানান, ধৃতের নাম মিথিলেশ কুমার (২৭)। বিমানবাহিনীর ইলাহাবাদ ইউনিটের ওই যুবকেরা ব্যারাকপুরে এক প্রতিযোগিতা উপলক্ষে এসেছিলেন। এ দিন খেলা না থাকায় তাঁরা ইকো পার্কে যান। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানায়, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই মহিলা নিউ টাউনে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এ দিন বিকেলে তিনি ডিএলএফ-২ থেকে গড়িয়ার বাসে ওঠেন। ইকো পার্ক থেকে বাসে ওঠেন ওই যুবকেরা।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক মহিলাকে উদ্দেশ্য করে শুধু অশালীন কথাবার্তাই নয়, তাঁকে নিগ্রহের চেষ্টাও করেন বলে অভিযোগ। গোয়েন্দাপ্রধান জানান, ১০০ ডায়ালে ওই মহিলা ফোন করার পরেই ওই এলাকার সব ক’টি ট্রাফিক গার্ড আর থানাকে সতর্ক করা হয়। দশ মিনিটের মধ্যেই নিকো পার্কের কাছে একটি রেস্তোরাঁর সামনে বাসটিকে আটকায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মহিলা আতঙ্কিত অবস্থায় বাস থেকে নেমে আসেন। তার পরে মিথিলেশ নামের ওই যুবককে চিহ্নিত করেন। ঘটনাস্থলেই মিথিলেশ-সহ তিন জনকে আটক করা হয়। পরে বাকি দু’জনকে ছেড়ে দেওয়া হলেও মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে মিথিলেশকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যার পরে দীর্ঘক্ষণ অভিযুক্ত যুবককে থানায় বসিয়ে জেরা করা হয়। তাঁর বিরুদ্ধে ওই মহিলাকে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। কঙ্করপ্রসাদ বারুই-এর কথায়, ‘‘সল্টলেক পুলিশ যে তৎপর, এই ঘটনা তা আরও এক বার প্রমাণ করল।’’