Advertisement
০৪ মে ২০২৪

ভুয়ো পরিচয়ে প্রতারণা, গ্রেফতার

এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্রহ্মপুরের বাসিন্দা মলিনা আখতারের বাড়িতে আসেন গীতশ্রী। তাঁর ছেলেকে পার্ক সার্কাসের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়ে আগে চারশো টাকা নিয়েছিলেন তিনি। এ দিন স্থানীয় বাসিন্দারা গীতশ্রীকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পাকড়াও: এমন নকল কার্ড ব্যবহার করতেন ধৃত গীতশ্রী মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

পাকড়াও: এমন নকল কার্ড ব্যবহার করতেন ধৃত গীতশ্রী মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০২:০৮
Share: Save:

ছেলে-মেয়েকে নামী স্কুলে ভর্তি করিয়ে দেওয়া, বয়স্কদের আর্থিক সংস্থান এবং প্যান কার্ড করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। তার বিনিময়ে টাকাও নিতেন। এর পরে সময় বুঝে গা-ঢাকা দিতেন বছর তিরিশের ওই মহিলা। এত করেও শেষ রক্ষা হল না। প্রতারিত এক মহিলার দিদির কাছে যেতেই পর্দা ফাঁস হয়ে গেল। এলাকার বাসিন্দাদের কাছে হাতেনাতে ধরা পড়েন খ্রিষ্টান মিশনারির কর্মী হিসেবে ভুয়ো পরিচয় দেওয়া ওই মহিলা।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরে। ধৃতের নাম গীতশ্রী মুখোপাধ্যায়। বাড়ি শিবপুরের রামমোহন মুখার্জি রোডে।

পুলিশ জানায়, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ব্রহ্মপুরের বাসিন্দা মলিনা আখতারের বাড়িতে আসেন গীতশ্রী। তাঁর ছেলেকে পার্ক সার্কাসের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানোর প্রতিশ্রুতি দিয়ে আগে চারশো টাকা নিয়েছিলেন তিনি। এ দিন স্থানীয় বাসিন্দারা গীতশ্রীকে আটকে রেখে পুলিশে খবর দেন।

কী ভাবে জালিয়াতি সামনে এল? এলাকার বাসিন্দাদের দাবি, ঘটনার সূত্রপাত দিন পনেরো আগে। লেক থানার মসজিদপাড়া এলাকায় প্রথম গীতশ্রীকে দেখা গিয়েছিল। সেখানে গিয়ে তিনি খ্রিষ্টান মিশনারির কর্মী হিসেবে পরিচয় দিয়ে জানান, শহর ঘুরে গরিব ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের ভাল স্কুলে ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য মাথাপিছু ৪৫০ টাকা লাগবে। এর পরে যাদবপুর, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট ও গড়িয়াহাট অঞ্চলের নামী স্কুলে ওই ছেলে-মেয়েদের ভর্তি করানোর জন্য টাকা সংগ্রহ করেন গীতশ্রী। বৃদ্ধদের সাহায্য করার জন্য ২৫ টাকা ও প্যানকার্ড করানোর জন্য ১৫০ টাকা করেও নেওয়া হয়। কিন্তু সব টাকা নেওয়ার পরে আর দেখা যায়নি তাঁকে।

প্রতারিত এক মহিলা নাসিম আরা হালদার জানান, শুক্রবার থেকে বেপাত্তা হয়ে যান গীতশ্রী। মিশনারিতে গিয়ে খোঁজ করে জানা যায়, সেখানে ওই নামে কেউ নেই। তার পরে লেক থানায় বিষয়টি জানানো হয়। ইতিমধ্যে ব্রহ্মপুরে নাসিমের দিদি রাবিরা বিবির বাড়ি পৌঁছে যান গীতশ্রী। রাবিরার মাধ্যমেই নাসিমের কাছে ওই মহিলার খবর পৌঁছয়। তখনই স্থানীয়েরা তাঁকে আটকে পুলিশ জানান।

পুলিশ জানায়, বাঁশদ্রোণী থানায় শুধু চারশো টাকা প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছে। বাকি অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE