প্রতারণা-কাণ্ডে ধৃত সনাতন রায়চৌধুরীর কাছ থেকে তাঁর নামে বিজেপি-র ‘প্রাথমিক সদস্যপদের রসিদ’ খুঁজে পেয়েছে পুলিশ। সূত্রের খবর, তাঁর কাছ থেকে পদ্মের ছাপ দেওয়া ‘ভিজিটিং কার্ড’-ও পাওয়া গিয়েছে। তাতে ‘এগ্জিকিউটিভ মেম্বার, ন্যাশনাল হিউম্যান রাইটস সেল’ লেখা রয়েছে। ওই কার্ডে নয়াদিল্লির ১১ অশোক রোডে বিজেপি-র সদর দফতরের ঠিকানাও রয়েছে। যদিও বিজেপি-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘মিসড কল দিয়েই বিজেপি-র সদস্য হওয়া যায়। দলীয় সদস্যপদের জন্য রসিদ প্রয়োজনই হয় না। পুলিশ-প্রশাসন নজর না দেওয়াতেই ভুয়ো অফিসারের সিন্ডিকেট চলছে। তদন্ত হওয়া প্রয়োজন।’’
সোমবার রাতে গড়িয়াহাট থানার পুলিশ সনাতনকে গ্রেফতার করেছিল। তাঁর নীল বাতি লাগানো গাড়িটিও পুলিশ বাজেয়াপ্ত করে। গাড়িতে ‘সিবিআই’ লেখা স্টিকার ছিল বলেও পুলিশের দাবি। কলকাতা পুলিশ সূত্রের খবর, বরাহনগর এলাকার বাসিন্দা সনাতন কলকাতা হাই কোর্টের আইনজীবী। তিনি নিজেকে রাজ্য সরকার এবং সিবিআই-এর কৌঁসুলি পরিচয় দিতেন। গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি বিক্রিতে যুক্ত ছিলেন।