কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশ। ১৭০ পাতার মূল চার্জশিট-সহ মোট ৬৫০ পাতার নথিতে মূল অভিযুক্ত-সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই কলেজেরই দুই ছাত্র এবং এক প্রাক্তনীকে। বয়ানে অসঙ্গতি থাকায় কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছিল পুলিশ। এই চার জনেরই নাম রয়েছে চার্জশিটে।
প্রসঙ্গত, মূল অভিযুক্ত প্রাক্তনী কলেজের অস্থায়ী কর্মী হিসাবেও নিযুক্ত। অভিযোগ উঠেছিল, তাঁরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দিয়েযছিলেন মূল অভিযুক্ত। নির্যাতিতা তা খারিজ করায় তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মোট ৮০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ফরেন্সিক রিপোর্টও রয়েছে। রয়েছে ডিএনএ রিপোর্টও। পুলিশ সূত্রে খবর, ডিএনএ রিপোর্ট মিলে গিয়েছে।