সোনার গয়না পরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই কীর্তি ফাঁস! জানা গেল খোয়া যাওয়া গয়না আসলে চুরি করেছে বাড়ির বিশ্বস্ত পরিচারিকা! তাকে পাকড়াও করে প্রায় এক বছর আগে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুলিশ। শনিবার, বরাহনগরের ঘটনা।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই পরিচারিকার নাম দীপা দাস। বরাহনগরের মহারাজা নন্দকুমার রোডের বাসিন্দা পরিমিতা মণ্ডলের বাড়িতে দীর্ঘ দিন ধরে কাজ করে ডানকুনির বাসিন্দা দীপা। বাড়ির সকলের কাছেই সে খুব বিশ্বস্ত ছিল। গত বছর পরিমিতার সোনার দু’টি হার-সহ একটি লকেট ও এক জোড়াকানের দুল খোয়া যায়। সারা বাড়িতে খুঁজেও কোথাও না পেয়ে পুলিশে অভিযোগ করেছিলেন ওই গৃহবধূ। সেই সময়ে তদন্তে নেমে পুলিশ দীপাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু গয়নার বিষয়ে সে কিছু জানে না বলেই দাবি করে। ওই বাড়ির লোকজনও কখনই মনে করেননি দীপা চুরি করতে পারে।
এমন ভাবেই বছর গড়িয়ে যায়। কয়েক দিন আগে বাড়িতে অনুষ্ঠান আছে বলে ছুটি নেয় দীপা। সোনার হার পরে সমাজমাধ্যমে নিজের ছবিও পোস্ট করে। সেটি চোখে পড়ে পরিমিতার। ছবিতে তাঁর খোয়া যাওয়া লকেট-সহ হারটি দীপার গলায় দেখতে পান। নিশ্চিত হওয়ার জন্য বাড়ির অন্যান্যদেরও ছবিটি দেখান। পুরোপুরি নিশ্চিত হওয়ার পরে বরাহনগর থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অন্য দিকে, চুরির কথা সকলে জেনে গিয়েছেন জানতে পেরে কাজে আসা বন্ধ করে দীপা। তবে মোবাইলের টাওয়ােরর অবস্থান দেখে তাকে শুক্রবার ডানকুনি থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, দফায় দফায় জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে দীপা। হরিণঘাটায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখা গয়নাও শনিবার উদ্ধার করে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)