ট্যাংরা-কাণ্ডে শিয়ালদহ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত প্রসূন দে। এ বার এই মামলায় প্রণয় দে-র নাবালক পুত্রকে গোপন জবানবন্দি দেওয়াতেচাইছে পুলিশ। এর জন্য সম্প্রতি শিয়ালদহ আদালতে আর্জি জানিয়েছে তারা। বর্তমানে এনআরএসে ভর্তি রয়েছে প্রণয়-পুত্র। তার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন রয়েছে, তা জানতে চেয়ে হাসপাতালকর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। সেই রিপোর্ট এলেই গোপন জবানবন্দির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
গত মাসে ই এম বাইপাসে মেট্রোর স্তম্ভে গাড়ি ধাক্কা মারায় জখম হন প্রণয়, তাঁর ভাই প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলে। তদন্তে নেমে ট্যাংরার বাড়ি থেকে প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, প্রসূনের স্ত্রী রোমি এবং প্রসূনের নাবালিকা মেয়ে প্রিয়ম্বদার দেহ উদ্ধার করে পুলিশ। বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল ঘুরে এনআরএসে ভর্তি করা হয় প্রণয়, প্রসূন ও প্রণয়ের ছেলেকে।
সেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে প্রসূনকে গ্রেফতার করে ট্যাংরা থানা। পুলিশজানিয়েছে, জেরায় সুদেষ্ণা, রোমি ও প্রিয়ম্বদাকে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন। এনআরএসে ভর্তি আছেন প্রণয় ও তাঁর নাবালক ছেলে। এই মামলায় প্রণয়, প্রসূন এবং ওই নাবালকইসাক্ষী। প্রসূন গোপন জবানবন্দি দিয়েছেন। এ বার নাবালকের গোপন জবানবন্দি নিতে চাইছে পুলিশ। প্রণয় হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকেও গ্রেফতার করে গোপন জবানবন্দি নেওয়ার পথে হাঁটতে পারেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)