E-Paper

বিক্ষোভ মেট্রোর কর্মী সংগঠনের

গত অগস্টে একাধিক দাবি নিয়ে সংগঠনের শীর্ষ নেতৃত্ব, রাজ্যসভার সাংসদ দোলার উপস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৮

—প্রতীকী চিত্র।

মেট্রোয় কর্মী সঙ্কোচন, পূর্ব-পশ্চিম মেট্রোর বেসরকারিকরণের বিরোধিতা, নতুন কর্মী নিয়োগ করা-সহ একাধিক দাবি নিয়ে সোমবার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত ‘প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন’। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালের ২৯ ডিসেম্বর কলকাতা মেট্রো ভারতীয় রেলের ১৭তম জ়োন হিসেবে স্বীকৃতি পায়। তার আগে, ১৯৭২ সালে এই দিনেই কলকাতা মেট্রোর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জোড়া তাৎপর্যের কথা মাথায় রেখে ২৯ ডিসেম্বর দিনটিই নিজেদের কর্মসূচির জন্য বেছে নেন প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব। সোমবারের ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মদন মিত্র ও আইএনটিটিইউসি-র সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন।

গত অগস্টে একাধিক দাবি নিয়ে ওই সংগঠনের শীর্ষ নেতৃত্ব, রাজ্যসভার সাংসদ দোলার উপস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সংগঠনের সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত এবং সাধারণ সম্পাদক সমীর বেরা জানান, মেট্রোয় সম পদে সম বেতন, রেভিনিউ বিভাগে নতুন পদ সৃষ্টি, ট্র্যাকম্যানদের টানা নৈশ ডিউটি বন্ধ, মোটরম্যান নিয়োগ-সহ নানা দাবিতে মেট্রোর জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kolkata Metro Metro Railways

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy