আর জি কর-কাণ্ডে নিহত ডাক্তারি ছাত্রীর বাবা-মা’কে পাশে নিয়ে ৯ অগস্ট পতাকা ছাড়া ‘নবান্ন অভিযানে’র ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাবা-মা এ বার দেখা করলেন সিপিএম, সিপিআই ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। বুধবার তাঁরা সিপিএমের রাজ্য দফতর মুজফ্ফর আহমদ ভবনে এসে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছেন। ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখোপাধ্যায়েরাও। এর পাশাপাশি, ছাত্রীর বাবা-মা সিপিআইয়ের রাজ্য দফতর ভূপেশ ভবনে এসে দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন। প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এসেও নির্যাতিতা ছাত্রীর বাবা-মা নেতৃত্বের সঙ্গে দেখা করেন এবং ৯ অগস্টের ‘নবান্ন অভিযানে’ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিদেশ থেকে ফিরে এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সূত্রের খবর, ঘটনার প্রায় এক বছর হতে চললেও এখনও আর জি কর-কাণ্ডের বিচার অধরা, এই বিষয়টি নিয়েই বাম ও কংগ্রেস নেতৃত্বের কাছে আলোচনা করেছেন নিহতের বাবা-মা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)