Advertisement
E-Paper

আবিরে-নাচে-গানে বসন্তোৎসব শুরু রবীন্দ্রভারতীতে

রঙে-রূপে উৎসবে মাতাল বসন্ত। আর বসন্তের আগমনী গেয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। গোটা চত্বর জুড়ে যে দিকে চোখ যায় রঙের মেলা। ফাগ-ফাগুনের আলোয় ঝলমলে সবুজ মখমলের গালিচা। কারও গালে হাল্কা আবিরের ছোঁয়া। কারও মনে হাল্কা রঙের দোলা। শুরু বসন্তোৎসব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ২২:৫৫
বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব। —নিজস্ব চিত্র।

বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব। —নিজস্ব চিত্র।

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,

বসন্তে সৌরভের শিখা জাগল।।

রঙে-রূপে উৎসবে মাতাল বসন্ত। আর বসন্তের আগমনী গেয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। গোটা চত্বর জুড়ে যে দিকে চোখ যায় রঙের মেলা। ফাগ-ফাগুনের আলোয় ঝলমলে সবুজ মখমলের গালিচা। কারও গালে হাল্কা আবিরের ছোঁয়া। কারও মনে হাল্কা রঙের দোলা। শুরু বসন্তোৎসব। দোলের আগেই চিরাচরিত ভাবে রঙের উৎসবে মাতলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রাক্তনী-সহ অসংখ্য মানুষ।

আরও পড়ুন

বাড়িতেই তৈরি করে নিন অরগ্যানিক রং

সাতরঙা ওড়না উড়িয়ে কেউ জানিয়ে দিলেন মনের কথা। কেউ মেতে উঠলেন নাচের তালে তালে। রবি ঠাকুরের গানের সুরে গলা মেলালেন অনেকে। গোটা চত্বরের আকাশ-বাতাস মাতোয়ারা রাশি রাশি হাসি আর বাসন্তী রঙে। প্রতি বছরের মতো এ বছরেও ভিড় উপছে পড়ল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। দেখা মিলল এক প্রাক্তনীর সঙ্গে। অভ্যাস মতো তিনি এসেছেন অনুষ্ঠানে যোগ দিতে। উচ্ছ্বসিত তরুণী বললেন, “এই একটা উৎসবের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগ হয়। রং খেলি। দেখা হয় অনেকের সঙ্গে... আর এতে যোগাযোগও বাড়ে।” মানুষের সঙ্গে মানুষের এই যোগাযোগের কথা ফের এক বার মনে করিয়ে আরও এক প্রাক্তনী। বললেন, “বসন্ত উৎসবের জন্য সকলেই মতোই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।” সেই সঙ্গে মনে করিয়ে দিলেন আরও একটা কথা, “বসন্ত উৎসব শুধু মানুষের সঙ্গেই নয়, প্রকৃতির সঙ্গেও মানুষের মিলনের উৎসব!”

দেখুন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের ভিডিও

Rabindra Bharati University Basanta Utsav Celebration The Festival Of Colours Holi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy