Advertisement
E-Paper

ফেসবুকে সুর নরম দেবপ্রিয়ার

তাঁকে নিয়ে বিতর্কে ইতি টানার জন্য সকলের কাছে আবেদন জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর ফেসবুকের দেওয়ালে এই বার্তা দিয়েছেন দেবপ্রিয়া। সেই সঙ্গে বলেছেন, উত্তেজনার বশে কাউকে আঘাত দিয়ে থাকলে তিনি দুঃখিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:৩৮

তাঁকে নিয়ে বিতর্কে ইতি টানার জন্য সকলের কাছে আবেদন জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর ফেসবুকের দেওয়ালে এই বার্তা দিয়েছেন দেবপ্রিয়া। সেই সঙ্গে বলেছেন, উত্তেজনার বশে কাউকে আঘাত দিয়ে থাকলে তিনি দুঃখিত।

বুধবারই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, লোকে ভুল বুঝে তাঁর বিরুদ্ধে নানা কথা বলছেন। ঘটনার সময়ে তাঁর সঙ্গে কী
হয়েছিল, সে দিকে কারও নজর
নেই। দেবপ্রিয়া এমনও বলেছিলেন, এ রকম পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কে থাকার মানে খুঁজে পাচ্ছেন না তিনি। তা হলে বৃহস্পতিবারই প্রত্যাবর্তন কেন? দেবপ্রিয়ার উত্তর, ‘‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংবাদমাধ্যমের এতে কী? আমি এমনিই মাঝেমধ্যে উধাও হয়ে যাই, আবার ফিরে আসি।’’

গত শুক্রবার রাতে রাসবিহারী মোড়ে ট্রাফিক সিগন্যাল ভাঙা, কর্তব্যরত পুলিশকর্মীর উপরে চড়াও হয়ে তাঁর নোটবই কেড়ে নেওয়া, বেপরোয়া ভাবে গাড়ি চালানো ইত্যাদি অভিযোগ ওঠে দেবপ্রিয়ার বিরুদ্ধে। সেই সময় নিজেকে মেয়রের ভাইঝি বলে পরিচয় দিয়ে দেবপ্রিয়া প্রভাব খাটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। দেবপ্রিয়া অবশ্য এই অভিযোগগুলি উড়িয়ে পাল্টা দাবি করেছেন, কর্তব্যরত পুলিশকর্মীই তাঁর থেকে ঘুষ চেয়েছিলেন। তা না পেয়ে লোকজন জড়ো করে গোলমাল পাকাতে উস্কানি দেন।

তবে দেবপ্রিয়ার সোশ্যাল নেটওয়ার্কের আচরণ নিয়েও বিতর্ক কম হয়নি। যাঁরাই দেবপ্রিয়াকে সমালোচনা করেছেন, দেবপ্রিয়া তাঁদের সঙ্গেই দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় কাউকে বলেছেন নিম্ন শ্রেণির লোক! কাউকে চড় মারবেন বলে তড়পেছেন, কাউকে গাড়ি চাপা দিয়ে মারা হুমকিও দিয়েছেন! তাই নিয়ে নতুন করে হইচই শুরু হওয়ার পরেই তিনি নেট-দুনিয়া থেকে সাময়িক উধাও হয়ে গিয়েছিলেন। এ দিন ফিরে এসে স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

Debapriya facebook traffic police controversy Trinamool Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy