অবশেষে মুখ খুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। বৃহস্পতিবার ঘটনার রিপোর্ট দিতে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি জানান, বুধবারের বিশ্ববিদ্যালয়ের ঘটনা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। ওই দিন শিক্ষকদের সঙ্গে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। এ দিন সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন ওই দিন তাঁকে মারধর করা হয়েছিল কি না। এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁকে কেউ মারেনি। কিন্তু যখন ক্যাম্পাসে ছাত্রদের তাণ্ডব চলছে তিনি পুলিশের সাহায্য নেননি কেন? সুরঞ্জনবাবু এর প্রশ্নের উত্তরে জানান, আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন। তবে ঘটনার সময় বহিরাগতদের উপস্থিতির কথা কার্যত মেনে নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘বহিরাগত ছিল। তাঁরা কারা আমরা জানি। আলোচনা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
এ দিন শিক্ষামন্ত্রীর সম্পূর্ণ উল্টো সুরে শিক্ষকদের পাশেই দাঁড়িয়েছেন উপাচার্য। তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল।