Advertisement
১৮ মে ২০২৪

‘দুঃখ প্রকাশ’ কাউন্সিলরদের

বাম ও কংগ্রেস কাউন্সিলরের প্রতি অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন শাসক তৃণমূল কংগ্রেসের তিন কাউন্সিলর। গত ১৬ মার্চ পুরসভার বাজেট অধিবেশনের সময় কক্ষের ভিতরে ও বাইরে শাসক তৃণমূলের একাধিক সদস্যের দাপাদাপিতে উত্তেজনা চরমে ওঠে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০৩:০৩
Share: Save:

বাম ও কংগ্রেস কাউন্সিলরের প্রতি অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন শাসক তৃণমূল কংগ্রেসের তিন কাউন্সিলর। গত ১৬ মার্চ পুরসভার বাজেট অধিবেশনের সময় কক্ষের ভিতরে ও বাইরে শাসক তৃণমূলের একাধিক সদস্যের দাপাদাপিতে উত্তেজনা চরমে ওঠে। ওঠে মারধরের অভিযোগও। এক মহিলা বাম-কাউন্সিলর শাসক পক্ষের এক কাউন্সিলরের বিরুদ্ধে তাঁকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ তোলেন। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের জামার কলার ধরে টানাটানি করতে দেখা যায় তৃণমূলের দুই কাউন্সিলরকে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে বিরোধী কাউন্সিলরেরা পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। পরে তাঁদের সংযত করেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়। বিষয়টি সমাধানের জন্য একটি সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়ায় সকলেই তা মেনে নেন।

সোমবার চেয়ারপার্সনের ঘরে সেই সর্বদলীয় বৈঠক ছিল। তৃণমূলের পক্ষে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, বাম কাউন্সিলর রীতা চৌধুরীর অভিযোগ ছিল, আনোয়ার খান তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। এ দিন চেয়ারপার্সনের ঘরে সকলের সামনে আনোয়ার এর জন্য দুঃখপ্রকাশ করেন। আর অধিবেশন কক্ষে প্রকাশবাবুর জামায় হাত দেওয়ার জন্য শাসক দলের দুই কাউন্সিলর পবিত্র বিশ্বাস এবং আশুতোষ দাসও দুঃখিত বলে জানান।

একই সঙ্গে কক্ষের মধ্যে নকল টাকা ছড়ানোর দায়ে সতর্ক করা হয়েছে প্রকাশবাবুকেও। মালাদেবী জানান, ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে জানিয়েছেন প্রকাশবাবু। বৈঠকে প্রকাশবাবু জানান, ওই ধরনের নকল কাগজ কক্ষে নিয়ে যাওয়া নিষিদ্ধ তা তিনি জানতেন না। পুরসভার সিপিএম-এর নেত্রী রত্না রায় মজুমদার জানান, সুষ্ঠুভাবেই বৈঠক সম্পন্ন হয়েছে। এ দিন আর কোনও বিতর্ক হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

regrets councillors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE