Advertisement
০৩ মে ২০২৪

এখনও থামেনি অশান্তি

কড়া নিরাপত্তার পরিকল্পনা করা হলেও পুনর্নির্বাচনের আগের দিনেও অশান্ত রইল সল্টলেক। সকালে বি় ডি মার্কেট, বিকেলে এ বি ব্লকে দু’টি সংঘর্ষের ঘটনা ঘিরে দিনভর উত্তপ্ত রইল সল্টলেকের ৪১ নম্বর ওয়ার্ড। যদিও পুলিশ বিকেলের ঘটনার কথা স্বীকার করেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বি ডি মার্কেটে ৪১ নম্বর ওয়ার্ডে শাসক দল ও নির্দল প্রার্থী অনুপম দত্তের অনুগামীদের মধ্যে সংঘর্ষ ঘটে। অনুপমবাবুর ভাই মানস দত্ত আহত হয়েছেন বলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০০:৪৬
Share: Save:

কড়া নিরাপত্তার পরিকল্পনা করা হলেও পুনর্নির্বাচনের আগের দিনেও অশান্ত রইল সল্টলেক।

সকালে বি় ডি মার্কেট, বিকেলে এ বি ব্লকে দু’টি সংঘর্ষের ঘটনা ঘিরে দিনভর উত্তপ্ত রইল সল্টলেকের ৪১ নম্বর ওয়ার্ড। যদিও পুলিশ বিকেলের ঘটনার কথা স্বীকার করেনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বি ডি মার্কেটে ৪১ নম্বর ওয়ার্ডে শাসক দল ও নির্দল প্রার্থী অনুপম দত্তের অনুগামীদের মধ্যে সংঘর্ষ ঘটে। অনুপমবাবুর ভাই মানস দত্ত আহত হয়েছেন বলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাল্টা অনুপম দত্তদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

মানসবাবুর অভিযোগ, বি ডি বাজারে আচমকা তাঁর উপরে হামলা হয়। পাল্টা শাসক দলের এক কর্মীকে মানসবাবুর দলবল মারধর করে বলে অভিযোগ। তখনও অবশ্য পুনর্নির্বাচনের ঘোষণা হয়নি। বিকেলে ৪১ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোটের ঘোষণার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে এ বি-এ সি ব্লক জুড়ে বাইক বাহিনী দাপিয়ে বেড়াতে থাকে। ভোটারদের ভয় দেখানো হয়। এ বি-এ সি মার্কেটের সামনে কয়েকশো লোক জড়ো হয়। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।

অনুপমবাবুর অভিযোগ, এ দিন সন্ধ্যার পরে তাঁর দুই অনুগামীকে মারধর করে শাসক দলের কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভিত্তিহীন খবর ছড়িয়ে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছেন বিরোধীদের একাংশ। রাতে বাইকবাহিনীর দাপাদাপি এবং অসংখ্য বহিরাগত জড়ো হওয়ার অভিযোগ পেয়ে সদলবল ৪১ নম্বর ওয়ার্ডে যান বিধাননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Repoll Bidhannagar election saltlake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE