গভীর রাতে লরির চাকায় পিষে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। শনিবার ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের ভাসা এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সৌম্যজিৎ চক্রবর্তী (৩২)। তিনি তিলজলা থানায় কর্মরত ছিলেন। পাশাপাশি, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত সংগ্রহের কাজও করতেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, সন্ধ্যায় থানার কাজ শেষ হওয়ার পরে একটি স্কুটার নিয়ে বেরিয়েছিলেন সৌম্যজিৎ। রক্ত পরীক্ষার কয়েকটি রিপোর্ট নিয়ে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। রাত ১টার সময়েও পরিজনদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। কিন্তু তার পরেও বাড়ি ফেরেননি সৌম্যজিৎ। এর পরে তাঁর পরিবারের সদস্যরা তিলজলা থানায় যোগাযোগ করেন। ওই থানা থেকে বিষ্ণুপুর থানায় যোগাযোগ করা হয়। বিষ্ণুপুর থানা থেকে এর পরে পরিবারের সদস্যদের জানানো হয়, একটি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সৌম্যজিৎ। তিনি আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, আহত সৌম্যজিতের মৃত্যু হয়েছে।
বিষ্ণুপুর থানা সূত্রের খবর, ওই সিভিক ভলান্টিয়ারের কোমরের উপর দিয়ে লরির চাকা চলে গিয়েছে। শরীরের একটি বড় অংশ লরির চাকায় পিষে গিয়েছিল। লরিটির খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)