Advertisement
২৪ মে ২০২৪

ট্রেনে উঠতে বিপত্তি, বাঁচাল আরপিএফ

কামরার ভিতর থেকে যাত্রীরা চিৎকার করছেন তাঁকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে ছুটে যান প্ল্যাটফর্মে কর্তব্যরত দুই আরপিএফ জওয়ান। তাঁরাই দৌড়ে এসে ওই যাত্রীকে টেনে তুলে ঢুকিয়ে দেন দরজার ভিতরে। প্রাণে বেঁচে যাওয়া যাত্রী রওনা দেন গন্তব্যের দিকে। 

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০২:১৪
Share: Save:

চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে ঝুলছেন এক যুবক। পা ঢুকে গিয়েছে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে।

কামরার ভিতর থেকে যাত্রীরা চিৎকার করছেন তাঁকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে ছুটে যান প্ল্যাটফর্মে কর্তব্যরত দুই আরপিএফ জওয়ান। তাঁরাই দৌড়ে এসে ওই যাত্রীকে টেনে তুলে ঢুকিয়ে দেন দরজার ভিতরে। প্রাণে বেঁচে যাওয়া যাত্রী রওনা দেন গন্তব্যের দিকে।

শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ এমনই ঘটনা ঘটে হাওড়া স্টেশন থেকে আপ দুন এক্সপ্রেস ছাড়ার সময়ে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই রাতে নির্ধারিত সময়েই হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় দুন এক্সপ্রেস। ট্রেন যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে এগোচ্ছে, তখন দৌড়ে এসে উঠতে যান শেখ নুর আলম। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় তাঁর। তবে কোনও রকমে দরজার হাতল ধরে ফেলায় ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁক গলে তিনি নীচে পড়ে যাননি। হাতল ধরেই ওই ফাঁকের মধ্যে ঝুলতে থাকেন। কামরার অন্য যাত্রীরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন। তখন ১০ নম্বর প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন আরপিএফের দুই জওয়ান ফারুক শেখ ও জে এন মুন্ডা। তাঁরা দৌড়ে আসেন ওই যাত্রীকে সাহায্য করতে। দু’জনে মিলে যাত্রীকে টেনে তুলে ঢুকিয়ে দেন কামরার ভিতরে। রেল সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনাটি প্ল্যাটফর্মে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এর পরেই ওই দুই জওয়ানকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন আরপিএফের আধিকারিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Youth RPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE