দিন কয়েক আগে স্টেশনে না থেমেই চলে গিয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। সোমবার প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় কাচের দরজা না খোলার অভিযোগ উঠল সেই ইস্ট-ওয়েস্ট মেট্রোতেই।
মেট্রো সূত্রের খবর, সেক্টর ফাইভ স্টেশনে এ দিন যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। ট্রেন এসে থামলেও খোলেনি প্ল্যাটফর্মে বসানো স্ক্রিন ডোর। অনেক চেষ্টা করে চালকও ওই দরজা খুলতে পারেননি। শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মী এসে চাবি ঘুরিয়ে স্ক্রিন ডোর খুলে দেন। তাতে ট্রেন ছাড়তে দেরিও হয়।
মেট্রোর আধিকারিকেরা জানান, প্রযুক্তিগত ভাবে এগিয়ে থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দুর্ঘটনা ঠেকাতে প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর বসানো হয়েছে। এক-একটি প্ল্যাটফর্মে ২৪টি স্ক্রিন ডোর রয়েছে। ট্রেন এলে কামরার দরজার সঙ্গে ওই দরজাগুলিরও খুলে যাওয়ার কথা। যাত্রীদের ওঠানামা হয়ে গেলে আবার সেগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা।