Advertisement
E-Paper

KMC Election 2021: ১৪৪ ধারা জারি করে ভোটগ্রহণ

প্রশাসনিক সূত্রের খবর, ১৭ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৫টা থেকে রবিবার ভোটগ্রহণ পর্ব সাঙ্গ হওয়ার আগে পর্যন্ত ‘ড্রাই-ডে’ বিধি বলবৎ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ০৬:০৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে পরশু, রবিবার। ১৪৪ ধারা জারি রেখেই সেই নির্বাচন পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। ভোট শুরুর আগেই ১৪৪ ধারা বলবৎ করবে কলকাতা পুলিশ। পুরভোটের প্রচার শেষ হচ্ছে আজ, শুক্রবার বিকেল ৫টায়।

প্রশাসনিক সূত্রের খবর, ১৭ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৫টা থেকে রবিবার ভোটগ্রহণ পর্ব সাঙ্গ হওয়ার আগে পর্যন্ত ‘ড্রাই-ডে’ বিধি বলবৎ থাকবে। অর্থাৎ ওই সময় কলকাতা পুর এলাকায় মদের দোকান বা বার খোলা থাকবে না। বৃহস্পতিবার রাত পর্যন্ত ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনীর বদলে কলকাতা পুলিশের নিরাপত্তা বন্দোবস্ত অনুযায়ী ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। শহরে ঢোকার মূল পথগুলিতে নাকা-তল্লাশি শুরু করতে বলা হয়েছে। শহরে ঢোকা গাড়িগুলির উপরেও নজর রাখা হবে বলে পুলিশি সূত্রের খবর।

এ বারের ভোটে ৯৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন অন্তত ২৬ হাজার ভোটকর্মী। ৬৫৭০টি বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম কাজে লাগাচ্ছে কমিশন। অতিরিক্ত ৬৪০টি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। সব থানা এলাকায় সিসি ক্যামেরার নজরদারি থাকবে। তা ছাড়া দিনে-রাতে আরটি মোবাইল, এইচআরএফএস, কুইক রেসপন্স টিম (কিউআরটি), বিশেষ কিউআরটি, নদীবক্ষে নজরদারি, ২০টি নাকা এবং ২০০টি পিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। কমিশন সূত্রের খবর, এ-পর্যন্ত ৭০টি অভিযোগ পাওয়া গিয়েছে। সব অভিযোগেরই নিষ্পত্তি হয়েছে।

KMC Election 2021 State Eelction Commission Kolkata Police Section 144
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy