খোদ পুলিশকর্মীকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। খাস কলকাতায় পুলিশকে ধরে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায়।
দুর্গাপ্রতিমা ভাসানের শোভাযাত্রায় গন্ডগোলের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গার্ডেনরিচের এক বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের সময় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন কমিটির সদস্যেরা। ঝামেলা থামাতে গেলে পুলিশের উপরই চড়াও হন ওই কমিটির কয়েক জন। অভিযোগ, পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাধা দিতে গেলে প্রতিমার কাঠামো থেকে লাঠি খুলে পুলিশকে মারধর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার-সহ চার পুলিশকর্মী।
মহিলা সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাঁর চুলের মুঠি ধরে টানতে টানতে অনেকটা রাস্তায় ঘষটে নিয়ে যাওয়া হয়। ফলে গুরুতর চোট পান তিনি। বর্তমানে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন:
ইতিমধ্যেই পুলিশ ওই মারধরের ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ১৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। শনিবার রাতের ঘটনায় আরও অনেকে জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এফআইআরে খুনের চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে।