Advertisement
০২ মে ২০২৪

বাইকআরোহীদের হাতে আক্রান্ত যাদবপুর থানার এসআই

রাতের শহরে বাইকআরোহীদের হাতে আক্রান্ত হলেন যাদবপুর থানার সাব-ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে লায়েল‌্কা মোড়ের কাছে। অরিন্দমবাবুকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অমিতাভ দাস এবং অভিজিত্ সিংহ নামে ওই দুই বাইকআরোহীকে।

আহত সাব-ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা।— নিজস্ব চিত্র।

আহত সাব-ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১১:৫০
Share: Save:

রাতের শহরে বাইকআরোহীদের হাতে আক্রান্ত হলেন যাদবপুর থানার সাব-ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে লায়েল‌্কা মোড়ের কাছে। অরিন্দমবাবুকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অমিতাভ দাস এবং অভিজিত্ সিংহ নামে ওই দুই বাইকআরোহীকে।

পুলিশ জানিয়েছে, রুটিন চেকিংয়ের জন্য যাদবপুর থানা এলাকার উদয়শঙ্কর সরণিতে দূরদর্শন কেন্দ্রের সামনে কর্তব্যরত ছিলেন যাদবপুর থানার এওসি দেবাশিস দত্ত, সাব-ইন্সপেক্টর অরিন্দম পান্ডা এবং আরও দুই কনস্টেবল। সে সময় হেলমেটহীন বাইকআরোহী দুই যুবককে অরিন্দমবাবু ও এক কনস্টেবল আটকানোর চেষ্টা করেন। তখন ওই যুবকেরা কনস্টেবলের পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে দেয় বলে অভিযোগ। কিছু দূর গিয়েই ওই বাইকআরোহীরা ‘তোরা বড্ড বাড়াবাড়ি করছিস’ বলে পুলিশকে শাসায়। তার পর সেখান থেকে চম্পট দেয়। অরিন্দমবাবু এক কনস্টেবলকে নিয়ে অভিযুক্তদের পিছনে ধাওয়া করেন। লালকার কাছে রায়পুর রোডে যখন অভিযুক্তদের প্রায় ধরে ফলার উপক্রম হয়, অভিযোগ, চলন্ত অবস্থায় অরিন্দমবাবুকে লাথি মারে তারা। বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হন অরিন্দমবাবু। স্থানীয়রা এই ঘটনা দেখে দৌড়ে আসেন। বাইকআরোহীদের ধরে ফেলেন। পরে পুলিশ এলে তাদের হাতে অভিযুক্তদের তুলে দেন স্থানীয়রা। তাঁরাই অরিন্দমবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আটক সেই বাইক।— নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jadavpur police bike kolkata hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE