Advertisement
E-Paper

মমতার ফোনেও মানেননি শোভন

ববি শোভনকে বলেছিলেন, ‘‘দিদির সঙ্গে কথা বলো।’’ তা-ও মানেননি শোভন। 

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০২:৫১
নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণার পরে মুখ্যমন্ত্রীকে প্রণাম ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের। বৃহস্পতিবার। ছবি: বিশ্বনাথ বণিক।

নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণার পরে মুখ্যমন্ত্রীকে প্রণাম ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের। বৃহস্পতিবার। ছবি: বিশ্বনাথ বণিক।

শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পরেও তাঁকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ফোন করান ফিরহাদ (ববি) হাকিমকে দিয়েও। ববি শোভনকে বলেছিলেন, ‘‘দিদির সঙ্গে কথা বলো।’’ তা-ও মানেননি শোভন।

বৃহস্পতিবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে ওই ফোনের কথা নিজেই জানান মুখ্যমন্ত্রী। আলিপুরে উত্তীর্ণ অডিটোরিয়ামে ওই বৈঠকে কলকাতার মেয়র-পদে দলের প্রার্থী হিসেবে ববি হাকিমের নাম সবর্সম্মত ভাবে গৃহীত হয়। ডেপুটি মেয়র-পদে প্রার্থী অতীন ঘোষ।

শোভনের ইস্তফা প্রসঙ্গ ব্যাখ্যা করে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এর আগেও তিন-চার বার ও (মন্ত্রিত্ব থেকে) পদত্যাগ করতে চেয়েছিল। তখন আমরা সেটা আটকেছিলাম।’’ কেন এই পরিস্থিতি হল? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁর কিছু সমস্যা হয়েছিল। পদত্যাগ করতে চেয়েছিল। চেষ্টা করেছিলাম পদত্যাগ যেন না-করে। কাজটা যাতে করে, জনগণের স্বার্থে। তা সত্ত্বেও ও পদত্যাগপত্র দিয়েছে। এ বার সেটা গ্রহণ করা হয়েছে।’’ মমতা বলেন, ‘‘মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরে মনে হয়েছে, কিছু দিনের জন্য ও কাজ করতে চায় না। তখন দলের পক্ষ থেকে মেয়র-পদ ছাড়তে বলা হয় ওকে।’’ তিনি সমবেত কাউন্সিলরদেরও জানিয়ে দেন, দলের ভাবমূর্তি রক্ষা করে সম্মানের সঙ্গে কাজটা করা দরকার।

এ দিন পুরসভার শাসক দলের ১১৮ জন কাউন্সিলর হাজির ছিলেন বৈঠকে। সেখানে মমতা বলেন, ‘‘আপনারাই সরকারের প্রথম মুখ। আমরা আসার পরে অনেক কাজ করেছি কলকাতা পুরসভায়। এলাকায় কাজ আপনারাই করেন। তাই পুরসভা পরিচালনা করার জন্য এমন কাউকে দল বসাতে চায়, যিনি ওই কাজে দক্ষ।’’ তবে তিনি নিজে ওই দলনেতাদের নাম বলতে চাননি। কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘‘মেয়র হবেন আপনাদের নেতা। তাই তাঁকে বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই। আমরা উপর থেকে কারও নাম চাপিয়ে দিতে চাই না।’’ এর পরেই তিনি কাউন্সিলরদের বলেন, আপনারা কাকে মেয়র-পদে প্রার্থী হিসেবে চান? হাত তুলে বলুন। তখনই অতীন ঘোষ পুরসভার দলনেতা হিসেবে ববির নাম তোলেন। মমতা জানতে চান, ওই নামে কারও আপত্তি আছে? চিৎকার করে সকলে বলেন, কোনও আপত্তি নেই। ডেপুটি মেয়র-পদে অতীন ঘোষের নাম তোলেন কাউন্সিলরেরাই। পরে মমতা জানিয়ে দেন, নতুন মেয়র ও ডেপুটি মেয়র-পদে ববি ও অতীনের নাম পাঠানো হবে। পুরসভা সূত্রের খবর, আগামী ৩ ডিসেম্বর মেয়র-পদে নির্বাচন হচ্ছে। ওই দিন নতুন মেয়র পারিষদেরাও মনোনীত হবেন।

এ দিন যাদবপুর, টালিগঞ্জ এলাকায় পানীয় জলের সমস্যা দ্রুত মেটাতে পুরবোর্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা।

Mamata Banerjee Sovan Chatterjee Firhad Hakim Kolkata Mayor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy