Advertisement
০১ মে ২০২৪
Sports Department

পিজিতে তৈরি স্পোর্টস মেডিসিনের আস্ত বিভাগ

স্পোর্টস মেডিসিন বিভাগে রয়েছে হাইড্রোথেরাপি ইউনিট। যেখানে সুইমিং পুলে স্রোতের বিপরীতে সাঁতরালে আঘাতের উপশম হবে। ভার্চুয়াল রিয়্যালিটি যন্ত্রে পরীক্ষা করা যাবে শরীরের ভারসাম্য।

পূর্ব ভারতের প্রথম সরকারি স্তরের পূর্ণাঙ্গ স্পোর্টস মেডিসিন বিভাগটির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব ভারতের প্রথম সরকারি স্তরের পূর্ণাঙ্গ স্পোর্টস মেডিসিন বিভাগটির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ০৮:২৯
Share: Save:

খেলোয়াড়দের শরীরের ভারসাম্য সম্পর্কে জানার জন্য রয়েছে যন্ত্র। চোটের চিকিৎসায় আছে হাইড্রোথেরাপি। ক্রীড়াবিদদের চিকিৎসার সব কিছুই এসে গিয়েছে এসএসকেএম হাসপাতালে। পূর্ব ভারতের প্রথম সরকারি স্তরের পূর্ণাঙ্গ স্পোর্টস মেডিসিন বিভাগটির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই বিভাগে রয়েছে হাইড্রোথেরাপি ইউনিট। যেখানে সুইমিং পুলে স্রোতের বিপরীতে সাঁতরালে আঘাতের উপশম হবে। আবার ভার্চুয়াল রিয়্যালিটি যন্ত্রে খেলোয়াড় পরীক্ষা করতে পারবেন শরীরের ভারসাম্য। বুধবার বিভাগটি ঘুরে দেখেন বাংলার কয়েক জন ফুটবল কোচ। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। এসএসকেএমের ফিজ়িক্যাল মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিক বলেন, ‘‘খেলোয়াড়ের শরীরের নিম্নাংশের ওজন নিয়ন্ত্রণ করা যাবে অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল যন্ত্রের মাধ্যমে। আরও অনেক উন্নত যন্ত্র রয়েছে, যা তাঁদের শারীরিক সুস্থতায় ও আঘাতের উপশমে কাজে আসবে।” জলের তলায় ট্রেডমিল, সাইকেলের মতো যন্ত্রও আনা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE