সরকারি হাসপাতালের পরে রক্তদানে নজির গড়লেন বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও। দুর্ঘটনায় জখম এক যুবককে বাঁচানোর জন্য বম্বে গ্রুপের রক্ত সংগ্রহ করতে দাতার বাড়িতে পৌঁছে যেতেও দ্বিধা করেননি এসএসকেএম কর্তৃপক্ষ। আর কোভিড আবহে সঙ্কটজনক রোগীকে বাঁচাতে রক্তদাতা হিসেবে এগিয়ে এলেন চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালের কর্মীরা।
বাগুইআটি থানা এলাকার চার্নক হাসপাতালে ওই যুবককে গত ২০ জুলাই ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রের খবর, বছর আটত্রিশের ওই যুবকের বাঁ হাতে পচন ধরায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল। পাশাপাশি, কিডনির অসুখে আক্রান্ত ওই যুবকের কোভিড সংক্রমণও হয়েছিল। এই পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে রোগীর বাঁ হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। অস্ত্রোপচারের আগে চিকিৎসক সপ্তর্ষি রায় জানান, রোগীর জন্য চার ইউনিট রক্ত জোগাড় করতে হবে। এমনি সময়ে সাধারণত, ‘এ’ পজ়িটিভ গ্রুপের রক্ত জোগাড় করতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু করোনা আবহে সেই গ্রুপের রক্ত জোগাড় করতে গিয়েই নাজেহাল অবস্থা হয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজকর্মীরা জানিয়েছেন, শিবির হলেও করোনার ভয়ে সে ভাবে দাতা পাওয়া যাচ্ছে না। ফলে অনেক সময়েই প্রয়োজন মতো রক্ত জোগাড় করতে গিয়ে ব্লাড ব্যাঙ্কগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে।