উল্টোডাঙা উড়ালপুলের পর এ বার ইএম বাইপাসের উপর বাঘাযতীন উড়ালপুলের একটি র্যাম্পেও যান চলাচল অনিশ্চিত। কারণ, সেতুর ভগ্ন স্বাস্থ্য।
সোমবার রাতে রাজ্য সরকারের সেতু স্বাস্থ্য পরীক্ষা কমিটি ওই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। ওই উড়ালপুলে দু’টি র্যাম্প রয়েছে। একটি রুবি থেকে গড়িয়াগামী। এই অংশটি প্রায় ৩১ বছরের পুরনো। অপেক্ষাকৃত নতুন গড়িয়া থেকে রুবিগামী র্যাম্পটি। ২১ বছরের পুরনো। সোমবার রাতে এই অংশেই যান চলাচল বন্ধ রেখে কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি উড়ালপুলের ৩০টির বেশি জায়গায় ‘ক্র্যাক’ বা ফাটল চক দিয়ে চিহ্নিত করেন।
মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, কেএমডিএ-র নির্দেশে উড়ালপুলের ওই অংশের নীচে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই র্যাম্পের নীচে একটা ছোট বাজারও বসত। সেই বাজার বসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ ওই অংশটি যথেষ্ট বিপজ্জনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।