Advertisement
E-Paper

আবগারি লাইসেন্স বাতিল

মে মাসের অভিযানের পরে এক মাসের বেশি সময় ধরে তদন্ত চালান আবগারি দফতরের অফিসারেরা।

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০২:৫৯

হিন্দুস্থান ইন্টারন্যাশনাল হোটেলে সমস্ত ধরনের মদ্যপান বন্ধ করে দিল রাজ্য আবগারি দফতর।

গত ১৯ মে এই হোটেলের নৈশ ক্লাবে হানা দিয়ে রাজ্য আবগারি দফতরের অফিসারেরা দেখেন সেখানে বেআইনি ভাবে ‘ডিউটি ফ্রি’ মদ সরবরাহ করা হচ্ছে। সেই দিনই সিল করে দেওয়া হয়েছিল হোটেলের তিনটি বার এবং নৈশ ক্লাব। সাময়িক ভাবে বাতিল করা হয়েছিল আবগারি লাইসেন্স। এ বার পাকাপাকি ভাবে বাতিল করা হল সেই লাইসেন্স।

মে মাসের অভিযানের পরে এক মাসের বেশি সময় ধরে তদন্ত চালান আবগারি দফতরের অফিসারেরা। আবগারি দফতর সূত্রের খবর, অফিসারেরা হোটেল থেকে আরও নথি জোগাড় করে, হোটেলের বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বলার পরে দিন তিনেক আগে লাইসেন্স পাকাপাকি ভাবে বাতিল করে দেন। যার অর্থ, আগামী দিনে ওই হোটেলে কোনও ধরনের মদ সরবরাহ করা যাবে না। ওই হোটেলের বিরুদ্ধে আবগারি দফতর একটি ফৌজদারি মামলাও করেছে। তার তদন্ত এখন চলবে বলে অফিসারেরা জানিয়েছেন।

কলকাতার অন্যতম পুরনো পাঁচতারা হোটেল এটি। ১৯৬৯ সালে কলকাতার এজেসি বসু রোডে তৈরি হওয়া এই হোটেল সামনের বছর পঞ্চাশে পা দিচ্ছে। আবগারি অফিসারদের জেরায় হোটেলের কর্তারা জানিয়েছেন, পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাঁদের বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় আবগারি লাইসেন্স বাতিল করে দিলে সেই অনুষ্ঠানের জৌলুস নষ্ট হতে পারে।

শুক্রবার হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয়ের প্রচেষ্টা চলছে। অতিথিদের কয়েক দিন অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে। শীঘ্রই সব পরিষেবা শুরু হবে।

মে মাসে লাইসেন্স সাময়িক ভাবে বাতিল হওয়ার পরে আদালতের শরণাপন্ন হয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ। আলিপুর আদালত জানিয়েছিল, আবগারি দফতরের তদন্ত চলাকালীন শুধু হোটেলে যাঁরা থাকবেন তাঁদেরই মদ সরবরাহ করা যাবে। কিন্তু, বাইরে থেকে কোনও অতিথি এসে রেস্তরাঁয় বসলে বা নৈশ ক্লাবে গেলে তাঁকে মদ দেওয়া যাবে না। কিন্তু, এ বার পাকাপাকি ভাবে লাইসেন্স বাতিল হওয়ায় আবাসিকদেরও আর মদ সরবরাহ করা যাবে না বলে আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।

১৯ মে রাতে ওই হোটেলের ‘আন্ডারগ্রাউন্ড’ নামে নৈশ ক্লাবে রাজ্য আবগারি দফতরের অফিসারেরা হানা দিয়ে দেখেন বেআইনি ভাবে দামি দামি বিদেশি ব্র্যান্ডের মদ বিকোচ্ছে। যে বোতল থেকে মদ ঢালা হচ্ছে, সেগুলি সব ডিউটি ফ্রি শপ থেকে নেওয়া। কোনওটির ক্ষেত্রেই রাজ্য সরকারকে আবগারি শুল্ক দেওয়া হয়নি।

সেই রাতে ওই নৈশ ক্লাব থেকে ৮৩ বোতল নামী বিদেশি ব্র্যান্ডের মদ বাজেয়াপ্ত করা হয়। তার মধ্যে গ্লেনলিভেট, গ্লেনফিডিশ, টালিস্কার ছাড়াও জ্যাক ড্যানিয়েল, ব্ল্যাক লেবেল, শিভাস রিগাল, অ্যাবসোলিউট, গ্রে গুজ-এর মতো মদও ছিল।

দু’দিন পরে সোমবার সেই পাঁচতারা হোটেলের এক ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় আরও দুই কর্তাকে। পরে সকলে জামিনে ছাড়া পেয়ে যান।

State excise department Hindustan International Hotel squiff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy